রাঙ্গামাটিতে গুলিতে ইউপিডিএফ নেতা নিহত
প্রকাশিতঃ 12:57 pm | March 07, 2019
রাঙ্গামাটি প্রতিনিধি, কালের আলো:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে শিক্ষাদন চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সাজেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষাদন চাকমা ইউপিডিএফের বাঘাইছড়ি মঙ্গলতলী ইউনিয়নের সহকারী পরিচালক। তার বাড়ি একই এলাকায়।
সাজেক থানার ওসি এমএ মঞ্জুর জানান, সাজেকের একটি দোকানের সামনে সাংগঠনিক কাজ করছিলেন শিক্ষাদন চাকমা। এ সময় ৫-৬ জন দুর্বৃত্ত তাকে প্রকাশ্যে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন শিক্ষাদন চাকমা।
এলাকার আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।
নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
কালের আলো/এমএইচএ