শহীদ তানজিমের নামে রামু ক্যান্টমেন্ট কলেজের নামফলক, সেনাপ্রধানের স্ত্রী’র স্মরণের আলোয় চিরঞ্জীব বীর
প্রকাশিতঃ 9:47 pm | November 18, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে সন্ত্রাসীদের হামলায় নিহত হন তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। চেনা ভূমণ্ডল ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। প্রিয় মাতৃভূমির জন্য এই মেধাবী সেনা কর্মকর্তার আত্মত্যাগের কীর্তি জ্বলন্ত। তাঁর বীরত্বপূর্ণ অবদানকে স্মরণীয় করে রাখতে এবার তাঁর নামে নামকরণ করা হয়েছে রামু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের। নতুন নাম ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।’
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর পত্নী সারাহনাজ কমলিকা জামান ‘রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ এর পরিবর্তিত নাম ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ এর নতুন ফলক উন্মোচন করেছেন। গত রবিবার (১৭ নভেম্বর) ও সোমবার (১৮ নভেম্বর) সেনাপ্রধান কক্সবাজার এরিয়া পরিদর্শনকালে তিনি এ নতুন ফলক উন্মোচন করেন। এ সময় শহীদ তানজিমের বাবা সারোয়ার জাহান, মা নাজমা বেগম ও ছোট বোন সূচি তাঁর সঙ্গে ছিলেন। উপস্থিত ছিলেন সেনাসদর ও রামু সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাও।
জানা যায়, জীবন উৎসর্গকারী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন এর পরিবারের পাশে গভীর মমত্ববোধ আর ভালোবাসা নির্যাসে অভিভাবকত্বের ছায়ায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তিনি চলে গেলেও চৈতন্যের অনুভবে তাকে বার বার খুঁজে পাওয়া যাবে দেশপ্রেমিক প্রতিটি সেনা সদস্যের হৃদয়ের অতলান্তিক মহাসাগরে। বেদনার বিষাদকাব্যেও প্রবল সাহস ও আত্মপ্রত্যয়ের মধ্যে দিয়ে সৎনিষ্ঠ চেতনাবোধকেই প্রজ¦লিত করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর পত্নী সারাহনাজ কমলিকা জামান।
স্মরণের আলোয় এই চিরঞ্জীব বীরকে নিয়ে তিনি মনে করেন, ‘শহীদ লেফটেন্যান্ট তানজিমের বীরত্বগাঁথা ও সাহসিকতার ইতিহাস’ সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই নামফলক উন্মোচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মহতি উদ্যোগের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও শহীদ তানজিমের সাহসিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করতে উৎসাহিত হবে।’
এছাড়া কক্সবাজার পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর পত্নী সারাহনাজ কমলিকা জামান কক্সবাজারের রামু সেনানিবাসে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ এর উদ্বোধন করেন বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। জানা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও থেরাপির সাহায্যে সমাজের মূল স্রোতের সঙ্গে একীভূত করার লক্ষ্য নিয়েই পথচলা শুরু হলো প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের। এর মাধ্যমে শারীরিক, বুদ্ধি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিশু-কিশোরেরা প্রয়াসের অসামান্য প্রয়াসে নিজেদের মানসিক বিকাশে অভূতপূর্ব উন্নতি সাধন করতে সক্ষম হবেন।
কালের আলো/এমএএএমকে