পাকিস্তানে না যেতে অন্য দলগুলোকে লোভনীয় প্রস্তাব ভারতের!
প্রকাশিতঃ 4:08 pm | November 19, 2024
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
পাকিস্তানে এখন নিরাপত্তা শঙ্কা নেই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলো সাম্প্রতিক বছরে পাকিস্তানে খেলে এসেছে। কিন্তু বৈরি সম্পর্কের কারণে ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু ভারতের সাফ কথা, তারা পাকিস্তান যাবে না। শুধু নিজেরাই নয়, অন্য দলগুলোও যাতে পাকিস্তানে খেলতে না যায় সেজন্য নাকি গোপনে তাদের লোভনীয় প্রস্তাব দিয়ে যাচ্ছে ভারত; সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’।
পাকিস্তানের অভিযোগ, ভারতীয় ক্রিকেট বোর্ড অন্য দেশের বোর্ডকে মোটা টাকার প্রস্তাব দিয়েছে। তাদের জানানো হয়েছে, আইসিসির কাছ থেকে যে আয় ভারতের হয়, সেখান থেকে তাদের ভাগ দেওয়া হবে। বাড়তি আর্থিক প্রলোভনও দেখানো হয়েছে।
তা ছাড়া সেই সব দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের সময় ম্যাচের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে ভারতীয় বোর্ড। বদলে সেই সব দেশকে জানানো হয়েছে, তারা যাতে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে দেওয়ার প্রস্তাবে ভারতের পাশে দাঁড়ায়। যদিও এই বিষয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ করেনি পাকিস্তান।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। এখনও পর্যন্ত আয়োজক দেশ হিসাবে রয়েছে পাকিস্তানই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রোমো প্রকাশ করেছে সেখানে আয়োজক দেশ হিসাবে পাকিস্তানকেই রেখেছে। সে দেশে ট্রফি ট্যুরও শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত প্রতিযোগিতার সূচি ঘোষণা হয়নি। তাই একটা ধোঁয়াশা রয়েই গেছে।
ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানে খেলতে যাবে না। অন্য কোনও দেশে প্রতিযোগিতা সরানোর আবেদন করেছে তারা। অন্ততপক্ষে হাইব্রিড মডেলে (দুই দেশে) যাতে প্রতিযোগিতা হয়, সেই আবেদনও করেছে ভারত। কিন্তু পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার কোনোভাবেই তারা নিজেদের দেশ থেকে প্রতিযোগিতা সরাবে না।
কালের আলো/এমএএইচ/ইউএইচ