মানবিক বৈভবে শীতার্তদের পাশে নির্ভরতার প্রতীক বাফওয়া
প্রকাশিতঃ 10:29 pm | November 20, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
রাজধানীতে বইছে হিমেল বাতাস। তাপমাত্রা কমছে রাতে। এতে বেশ বিপাকে দরিদ্র ও ছিন্নমূল মানুষ। অনেকের মাথা গোঁজার ঠাঁই রাস্তায়। অনুভূত হচ্ছে গরম কাপড়ের। কাটছে নির্ঘুম রাত। ঠান্ডায় উষ্ণতাই যেন একমাত্র ভরসা। ভাগ্যবিড়ম্বিত এসব গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে নির্ভরতার প্রতীক হিসেবেই দাঁড়াচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। যেকোন দুর্যোগে-দুর্বিপাকের মতোই শীতের হিম বাতাসের এই সময়েও অসহায় ও বিপন্ন মানুষের মলিন মুখে হাসি ফুটিয়েছে বাফওয়া’র শীতবস্ত্র বিতরণ কার্যক্রম।
সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও সংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রমের সূচনা করেছেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান। বুধবার (২০ নভেম্বর) বিমান ঘাঁটি বাশারে বাফওয়া কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি। সঙ্কটময় সময়ে বাফওয়া’র এমন মানবিক উপহারে বিপদগ্রস্তরা যেন পেয়েছেন দ্বিগুণ খুশির বারতা। এ সময় বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রীরাসহ কেন্দ্রীয় বাফওয়ার সকল সদস্য উপস্থিত ছিলেন।
জানা যায়, দেশের আকাশসীমা প্রতিরক্ষায় সুমহান দায়িত্ব পালনের প্রতি দৃঢ় রয়েছেন প্রতিটি বিমান বাহিনী সদস্য। গভীর দেশপ্রেম, মনোবল, শৃঙ্খলা আর দক্ষতায় অনুপ্রাণিত হয়ে তাঁরা নিজেদের ওপর অর্পিত যেকোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরূপে পালন করে চলেছেন। পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবিলায় সমানভাবেই নিজেদের মেলে ধরতে সক্ষমতার পরিচয় দিয়েছেন।
একই সঙ্গে প্রতি বছর সেবামূলক নানা কর্মযজ্ঞের মাধ্যমে অনন্য মানবিক বৈভবে নিজেদের উপস্থাপন করেছেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। বাফওয়া ও আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান নিজেদের গভীর দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন সময়ে নানাবিধ মানবিক কর্মযজ্ঞের মাধ্যমে সমাজের অবহেলিত ও সুযোগ সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিশ্চয়তা আর নির্ভরতায় তাদের মন-মননে স্নিগ্ধ এক পরশ বুলিয়ে দিয়েছেন। জনমনে কুড়িয়েছেন প্রশংসাও।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বাফওয়া কেন্দ্রীয় পরিষদ থেকে পর্যায়ক্রমে ঢাকার কুর্মিটোলা ও তেজগাঁও এলাকাসহ চট্টগ্রাম, যশোর, টাঙ্গাইল, বগুড়া, লালমনিরহাট, মৌলভীবাজার, শমশেরনগর, বরিশাল ও কক্সবাজারে বাফওয়ার বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহে কম্বল পাঠানো হচ্ছে। ধারাবাহিকভাবে এই শীতবস্ত্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।
কালের আলো/এমএএএমকে