বিএনপি চাপ দিলেও সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচনের দিকে যাবে সরকার: নাহিদ
প্রকাশিতঃ 5:44 pm | November 23, 2024
কালের আলো ডেস্ক:
অন্তর্বর্তী সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। দ্রুত নির্বাচনের জন্য বিএনপি যতই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের ওপর ভিত্তি করেই সরকার নির্বাচনের দিকে এগোবে।
সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
বিএনপি দ্রুত নির্বাচন চাইছে। দলটি বলছে, সংস্কারের কাজ নির্বাচিত সরকার করবে। নির্বাচন দ্রুত না হলে সমস্যা বাড়বে বলেও সম্প্রতি মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতোই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের ওপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার।’
‘মানুষ মেরে রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ’
জুলাই-আগস্টের গণহত্যায় সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে নানা মহলে। এ নিয়ে সরকার কি ভাবছে? প্রশ্ন ছিল নাহিদ ইসলামের কাছে।
জবাবে তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না, ক্ষমাও চাইতে হবে জনগণের কাছে।’
‘দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে’
অন্তর্বর্তী সরকারকে একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে। কোনো না কোনো দাবি নিয়ে বিভিন্ন পক্ষকে আন্দোলনে নামতেও দেখা যাচ্ছে। এ বিষয়ে নাহিদ ইসলাম মনে করেন, ‘কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয়।’ এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে বলেও ধারণা তাদের।
‘ভবিষ্যতে কেউ যেন গণমাধ্যমের ওপর খবরদারি চালাতে না পারে’
সাক্ষাৎকারে নাহিদ ইসলাম মন্তব্য করেন, ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে গণমাধ্যমকে নানা ধরনের সরকারি চাপ ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যেতে হয়েছে। ফলে গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে আর কেউ গণমাধ্যমের ওপর খবরদারি চালাতে না পারে।
‘গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক-রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয় আলোচনা-পর্যালোচনা করে আমরা একটি রূপরেখা তৈরি করার চেষ্টা করবো। যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশে মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে’— যোগ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
কালের আলো/ডিএইচ/কেএ