আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে গঠিত পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ বাতিল

প্রকাশিতঃ 5:34 pm | November 26, 2024

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

পল্লী সঞ্চয় ব্যাংক আওয়ামী সরকারের আমলে একটি বাড়ী একটি খামার প্রকল্প থেকে তৈরি। ৫ই আগষ্ট ফ্যাসিস্ট সরকার পতনের পরবর্তী সময়ে ১৫ ই আগষ্ট প্রধান কার্যালয়ে শোক দিবস পালনের প্রস্তুতি গ্রহন করে।

এই বিষয়ে নিউজ প্রতিবেদন রয়েছে।

বর্তমানে এই ব্যাংকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার এনামুল হক (সভাপতি) সিবিএ, মোঃ রোবেল (সাধারন সম্পাদক)সিবিএ, মোঃ ইমন ফয়সাল(সহ সভাপতি)সিবিএ,বেলায়েত হোসেন ( সিঃ যুগ্ম সাঃ সম্পাদক) সিবিএ, সামছুল আরেফিন(সিঃ সহসভাপতি) হযরত আলী (যুগ্ম সাঃ সম্পাদক) সহ অসংখ্য আওয়ামীলীগের আশ্রয়স্থল। সাবেক সরকারের আমলে প্রকল্প থেকে শুরু করে ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে প্রকল্প ও ব্যাংক আওয়ামীলীগের দোসর বদলী বানিজ্য, নিয়োগ বানিজ্য, গৃহ ঋণ এবং সাধারণ সহকর্মীদের  হয়রানি করে বিশাল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।

এই বিষয়ে দূর্নীতি দমন কমিশনে  একটি মামলাও রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের জন্য আদালতে সি.আর মামলা -৪৭১ আদালতে বিচারাধীন। এছাড়াও প্রতিযোগীতা কমিশনের চেয়ারম্যান এর ড্রাইভার তাদের ক্ষমতার অপব্যবহার করে মারধর করে এই বিষয়ে রমনা থানায় মামলা রয়েছে।

গত ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনের এর চুক্তি ভিত্তিক আওয়ামী দোসরদের নিয়োগ বাতিল হলেও তার দোসরা এখনো বহাল তবিয়তে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের সম্পর্কে বিভিন্ন পত্র-পত্রিকায় ও সোসাল মিডিয়ায় তাদের অপকর্ম প্রকাশিত হলে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।

আওয়ামীলীগের পক্ষে সাবেক স্বৈরাচারী সরকারের পক্ষে সরাসরি আন্দোলনে অংশ গ্রহন করেছেন তার প্রত্যক্ষ প্রমান রয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ (বি-২২১৫) এই বিষয়ে ৫ই আগষ্ট এর পরে সারাদেশে সকল সহকর্মী তাদের বিতাড়িত করলে পুনরায় তারা আবার দানবের রুপে ফিরে এসেছে এই বিষয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রী অবগত হয়ে গতকাল শ্রম ভবনে গিয়ে অভিযোগ করলে শ্রম ভবন পল্লী সঞ্চয় ব্যাংকের(সিবিএ) বাতিল ঘোষণা করেন।

কালের আলো/এমএএইচইউ