কমলো বিসিএসের আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর
প্রকাশিতঃ 4:47 pm | December 02, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমাল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
পিএসসির সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়ার সই করা এক চিঠিতে এমনটি জানানো হয়।
রোববার (০১ ডিসেম্বর) সই করা ওই চিঠিতে বলা হয়েছে, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে। আর আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বমোট নম্বর এক হাজার ১০০ এর পরিবর্তে এক হাজার হলো।
গত ২৮ নভেম্বর বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। তাতে আবেদন ফি আগের মতো ৭০০ টাকা নির্ধারণ করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ১০০ টাকা। তবে এই বিজ্ঞপ্তির কয়েক ঘণ্টা পরই আবেদন ফি কমানোর ঘোষণা দেয় কমিশন।
৪৭তম বিসিএসে শূন্য পদে ক্যাডার নিয়োগ পাবেন ৩ হাজার ৪৮৭ জন। এ বিসিএসে আবেদনের বয়স গণনা করা হবে এ বছরের ১ নভেম্বর থেকে।
সাধারণ ক্যাডারের মধ্যে প্রশাসনে ২০০, পররাষ্ট্রে ১৫, পুলিশে ১০০, আনসারে ৮, নিরীক্ষা ও হিসাবে ২৩, করে ১০৪, শুল্ক ও আবগারিতে ৫০, সমবায়ে ৪, রেলওয়ে পরিবহনে ০৪, তথ্যে ৪৩, ডাকে ১৩, পরিবার পরিকল্পনায় ৬২ ও খাদ্যে ১টি পদ রয়েছে।
প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের মধ্যে পদ রয়েছে ১ হাজার ৮৮৩টি। বিসিএস সাধারণ শিক্ষায় পদ রয়েছে ৯২৯টি। সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য পদ রয়েছে ৯টি। সরকারি মাদরাসা-ই আলিয়ার জন্য পদ ২৭টি। পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের জন্য পদ ১২টি।
আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু ১০ ডিসেম্বর সকাল ১০টায়। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। ০১ নভেম্বর তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছর।
কালের আলো/ডিএইচ/কেএ