নাটক থেকে বিদায় নিলেন ফারিয়া
প্রকাশিতঃ 6:29 pm | December 02, 2024
বিনোদন ডেস্ক, কালের আলো:
ছোটপর্দায় ফারিয়া শাহরিন বেশ জনপ্রিয়। তাকে দর্শকের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ভূমিকা অনাস্বীকার্য। অনেকদিন ধরে নাটকে নেই ফারিয়া। আছেন মাতৃত্বকালীন ছুটিতে। সবাই যখন এ অভিনেত্রীর ফেরার অপেক্ষায় তখন ফারিয়া জানালেন আপাতত নাটকে ফিরছেন না তিনি।
নিজের ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। তাই সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটকে কাজ করছি না। কবে করবো এটাও জানিনা। কিন্তু ভালো টিভিসি হলে করবো।’
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। একটি মুঠোফোন কোম্পানির ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তাঁর পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন ফারিয়া। একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম’।
কালের আলো/ডিএইচ/কেএ