দীপু মনি-ইনু-মেনন নতুন মামলায় গ্রেপ্তার

প্রকাশিতঃ 7:13 pm | December 02, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক তিন মন্ত্রীকে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (০২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

তিন সাবেক মন্ত্রী হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে শাহবাগ থানার এক হত্যা মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ওই সময়ে রামপুরা এলাকায় সোহান শাহ নামে এক গার্মেন্টসকর্মীকে গুলি করে হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

পাশাপাশি পুলিশ মগবাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখাতে চায়।

এসব আবেদনের শুনানির জন্য আজ তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক সেসব আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের আবার কারাগারে পাঠানো হয়।

কালের আলো/ডিএইচ/কেএ