মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা

প্রকাশিতঃ 7:30 pm | December 02, 2024

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের আলো:

পার্বত্য চট্টগ্রাম চুক্তি সইয়ের ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সেনাবাহিনী সর্বদায় সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে থাকে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে জোন সদরে এ সহায়তা দেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান।

এ সময় পরীক্ষার ফরমফিলাপের জন্য নগদ অর্থ, জামে মসজিদের জন্য ঢেউটিন, মাটিরাঙ্গা থিয়েটারে হারমোনিয়াম, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অসহায় শীতার্তদের মাঝে ১শ’টি কম্বল বিতরণ করা হয়।

একইদিনে মাটিরাঙ্গা জোনের আওতাধীন বাইল্যাছড়ি স্কুলপাড়া এবং গুইমারা উপজেলা এলাকায় স্থানীয় প্রায় ৬শ পাহাড়ি ও বাঙালিদের চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/কেএ