চা-শ্রমিকের বেশে জ্যোতি-লুইসের ট্রফি উন্মোচন
প্রকাশিতঃ 7:41 pm | December 04, 2024
কালের আলো ডেস্ক:
পেছনে বিস্তীর্ণ চা-বাগান। চারপাশে সবুজের সমারোহ। মাথায় গামছা, পিঠে আটকানো চা-পাতা রাখার ঝুড়ি। এর মাঝেই স্বর্ণালি আভার একটা ট্রফি হাতে দাঁড়িয়ে দুই চা-শ্রমিক। তবে ট্রফি ধরে থাকা দুজনের কেউই চা-শ্রমিক নন। একজন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, অপরজন আয়ারল্যান্ড দলের অধিনায়ক গ্যাবি লুইস।
একটি পাতা, দুটি কুড়ির’-শহর হিসেবে খ্যাত সিলেটের ঐতিহ্যবাহী ১৭৫ বছরের পুরনো মালনীছড়া চা বাগানে বুধবার (০৪ ডিসেম্বর) চা শ্রমিকের বেশে উন্মোচন করলেন আসন্ন টি-টোয়েন্টি সিরিজের ট্রফি।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন হয়েছিল প্রথাগত নিয়মেই। পেছনে ছিল স্পন্সরদের লোগো দিয়ে বানানো ব্যাকড্রপ। দুই অধিয়ায়কই এসেছিলেন নিজ দলের জার্সি পরে। কিন্তু জ্যোতি-লুইস মিলে আজ ভিন্নভাবেই করলেন ট্রফি ফটোশুট।
বিসিবির এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে এই ছবিটার সংবাদ মূল্য যতটা বেশি, এরচেয়ে বেশি তৈরি করেছে মানবিক আবেদন। দৈনিক ১৭৮.৫০ টাকা মজুরিতে কাজ করা চা-শ্রমিকদের বৈষম্যের শিকার হওয়ার কথাও কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন ছবিটা দেখার পর। এর আগেও সিলেটে চা বাগানে এভাবে ট্রফি উন্মোচন হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। তবে এবার পার্থক্য কেবল দুই দলের অধিনায়কের পোশাক-পরিচ্ছদে।
আগামী ০৫ ডিসেম্বর শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। শেষ দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ০৭ ও ০৯ ডিসেম্বর। সব ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
কালের আলো/ডিএইচ/কেএ