সশস্ত্র বাহিনীতে লিঙ্গ সমতা বজায়ের প্রচেষ্টা হবে আরও জোরদার, সমৃদ্ধ হবে বিপসট’র প্রশিক্ষণ কার্যক্রম
প্রকাশিতঃ 11:17 pm | December 04, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো :
নারী-পুরুষের লিঙ্গ সমতা সূচকে বড় অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে দেশটি। গত বছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গ সমতা সূচক তেমনটাই বলছে। লিঙ্গ সমতা সূচকের ১৭তম সংস্করণে বিশ্বের ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৫তম। লিঙ্গ বৈষম্য দূরীকরণে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীও। বুধবার (০৪ ডিসেম্বর) ঢাকার হোটেল রেডিসন ব্লুতে এ সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান মনে করেন, এই কর্মশালা আয়োজনের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে লিঙ্গ বৈষম্য সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে বাহিনীগুলোতে লিঙ্গ সমতা বজায় রাখার প্রচেষ্টাকে আরও জোরদার করা যাবে। এছাড়া কর্মশালায় প্রাপ্ত মতামত ও পর্যালোচনার ভিত্তিতে বাংলাদেশ পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং ইনস্টিটিউটের (বিপসট) বর্তমান প্রশিক্ষণ কার্যক্রম আরও সমৃদ্ধ করা হবে। এই ধরনের উদ্যোগ লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ঢাকার হোটেল রেডিসন ব্লুতে লিঙ্গ বৈষম্য দূরীকরণবিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং (বিপসট) এবং জেনেভা সেন্টার ফর সিকিউরিটি সেক্টর গভার্নেন্সের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কর্মশালাটিতে সশস্ত্র বাহিনী থেকে ৩০ জন কর্মকর্তা যোগদান করেন।
জানা যায়, বাংলাদেশ সামরিক বাহিনী শান্তিরক্ষী মিশনের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে শান্তিরক্ষী হিসেবে নারীদের নিয়োগ করে নারীর ক্ষমতায়নে নতুন মাত্রা যোগ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নারী সদস্যদের অংশগ্রহণের সুযোগ আরও বৃদ্ধি করা এবং প্রতিবন্ধকতা নিরসনকল্পে ইউএন উইমেন ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে।
কালের আলো/এমএএএমকে