আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা সেনাপ্রধানের
প্রকাশিতঃ 9:40 pm | December 05, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর উজ্জ্বল ভাবমূর্তি মিলিটারি পুলিশের পারদর্শিতা ও কার্যকরী ভূমিকার উপর অনেকাংশে নির্ভরশীল। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় উঁচুমানের পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে এই কোরের সদস্যরা রেখে যাচ্ছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম চৌকস ও পেশাদার অঙ্গসংগঠন কোর অব মিলিটারি পুলিশ (সিএমপি) আন্তর্জাতিক পরিমণ্ডলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি সেনাবাহিনীর মিলিটাররি পুলিশ কোরের সদস্যদের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, ‘শৃঙ্খলার মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশ কোরের সব সদস্য সেনানিবাসসমূহে সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’ সততা, সত্যনিষ্ঠা এবং আনুগত্য এই তিনটি মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করতেও কোর অব মিলিটারি পুলিশের (সিএমপি) সদস্যদের নির্দেশনা প্রদান করেছেন তিনি।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুলে (সিএমপিসিএন্ডএস) বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারী পুলিশ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। সেনাবাহিনী প্রধান কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুল এসে পৌঁছলে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো.মাইনুর রহমান ও নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মঈন খান তাকে অভ্যর্থনা জানান।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব মিলিটারি পুলিশের অধিনায়কদের ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে তিনি স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব মিলিটারি পুলিশের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের। পাশাপাশি সেনাবাহিনীর শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারী পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা উল্লেখ করেন।
এ সময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো.মাইনুর রহমান, নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মঈন খান ও সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল মাসুদুর রহমানসহ সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএএমকে