লালমনিরহাটে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিতঃ 9:43 am | December 06, 2024

লালমনিরহাট প্রতিনিধি, কালের আলো:

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর। এর আগে ওই যুবকের বিরুদ্ধে ৩ ডিসেম্বর ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, ১ ডিসেম্বর আদিতমারীর এক ব্যক্তির বাড়িতে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সভার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন ওই ব্যক্তি। সেই পোস্টে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে মন্তব্য করেন ওই যুবক। এ ঘটনায় আদিতমারী থানায় ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়।

কালের আলো/ডিএইচ/কেএ