ভারত রপ্তানি বন্ধ করলে তারাই আর্থিক ক্ষতির সম্মুখীন হবে: উপদেষ্টা সাখাওয়াত
প্রকাশিতঃ 5:16 pm | December 07, 2024
সাতক্ষীরা প্রতিনিধি, কালের আলো:
বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘তারা গরু রপ্তানি বন্ধ করেছে, কিন্তু আমরা তো গরুর মাংস না খেয়ে থাকি না। ভারত রপ্তানি বন্ধ করলে তারাই আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। তবে এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত।’
শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মিডিয়ার অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, ‘অপপ্রচারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু মিডিয়ার ভুল প্রচারণা মানুষের মনে ভারতবিরোধী মনোভাব সৃষ্টি করছে।’
স্বাধীনতার পর জাতীয় ঐক্যমতের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘আজ হোক বা কাল, রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন। সেই ক্ষেত্রে রাজনৈতিক ঐক্য অত্যন্ত ফলপ্রসূ হবে।’
ভোমরা স্থলবন্দরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘১,১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে এটি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবে।’
কালের আলো/ডিএইচ/কেএ