রক্তের বিনিময়ে পাওয়া নতুন স্বাধীনতার সুফল পাচ্ছি না: বিএফইউজে সভাপতি
প্রকাশিতঃ 6:08 pm | December 07, 2024
ঝালকাঠি প্রতিনিধি, কালের আলো:
বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, আমরা সাড়ে ১৫ বছর রাজপথে আন্দোলনে ছিলাম। আমাদের রহুল আমিন গাজী ভাইকে ফ্যাসিবাদী সরকার সাড়ে ১৭ মাস জেল খাটিয়ে হত্যা করেছে।
ফ্যাসিবাদ পতনে সাংবাদিকরা শুধু এবারই অবদান রাখেননি, ৯০ তেও অবদান রাখেন। তাদের উত্তরসূরিরাই ২৪-এ আন্দোলনে সংগ্রাম করেন। আবু সাঈদ যখন বুক পেতে দেয় তখন থেকেই আমরা ফ্যাসিবাদের বিপক্ষে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে রাজপথে থেকেছি। ২৪-এর জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার পাশাপাশি আমাদেরও পাঁচ ভাই জীবন দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমরা আজ নতুন স্বাধীনতা পেয়েছি। কিন্তু যাদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা পেয়েছি তার সুফল এখনও পাচ্ছি না। কারণ যে যেখানে আগে ছিল তারা আজও সেখানেই বসে আছেন।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গণমাধ্যমের ভূমিকা আলোচনা সভা ও সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুর রহমান শাহিন বলেন, এর আগে অনেক অসুস্থ সাংবাদিক-অস্বচ্ছলরা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে কোনো অর্থ পাননি। আমরা আশা করি এ বৈষম্য আর থাকবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার।
ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএফইউজে ও ডিইউজের প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন, বিএফইউজের সাবেক সহ-সভাপতি রাশিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর, জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক, বিএফইউজের নির্বাহী সদস্য শাহীন হাসনাত, আবু হানিফ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।
এ সময় বক্তারা বিভিন্নভাবে ফ্যাসিবাদের সংজ্ঞা বিশ্লেষণ করে বলেন, নতুন করে যেন ফ্যাসিবাদ কখনো আবার না আসতে পারে সেই বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কালের আলো/ডিএইচ/কেএ