১০ তলায় উন্নীত হচ্ছে বিওএ’র ভবন, অলিম্পিক কমপ্লেক্স হচ্ছে ত্রিশালে

প্রকাশিতঃ 12:05 am | December 08, 2024

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

আর নয় স্বপ্ন। এবার দীর্ঘ আকাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণতা পাচ্ছে বাস্তবে। রাজধানীর পল্টনে অবস্থিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনটি ৬ তলা থেকে উন্নীত হচ্ছে ১০ তলায়। এজন্য বাংলাদেশ সেনাবাহিনী একটি পরিকল্পনা উপস্থাপন করেছে। অর্থনৈতিক সমীক্ষা যাচাইয়ের পর প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ সেনাবাহিনী ও বিওএ’র যৌথ উদ্যোগে একটি অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের জন্য সম্ভাব্য নকশা উপস্থাপন করা হয়েছে।

অতি গুরুত্বপূর্ণ এমন সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির সভায়। শনিবার (০৭ ডিসেম্বর) পর্যটন নগরী কক্সবাজারের ইনানিতে অবস্থিত বে-ওয়াচে কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদদপ্তর (আইএসপিআর) ও বিওএ পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সভায় গত ১৬ নভেম্বরে অনুষ্ঠিত বিওএর কার্যনিবাহী কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন ও সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম শামছ এ খান জানান, সভায় ২০২৪-২৫ অর্থ বছরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বাংলাদেশ গেমস আয়োজনের জন্য ৫৮ দশমিক ৩০ কোটি টাকা এবং বিওএ’র সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ১৫ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়েছে।

তিনি জানান, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও উন্নত প্রশিক্ষণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ লক্ষ্যে একটি অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নকশা উপস্থাপন করা হয়েছে সভায়।

জানা যায়, সম্প্রতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ১৭তম সভাপতি নির্বাচিত হওয়ার পর অ্যাসোসিয়েশনটিকে নতুন উচ্চতায় নিতে মিশন শুরু করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি নিজেদের টিম স্পিরিটকে কাজিয়ে লাগিয়ে বিওএ’কে ঢেলে সাজিয়ে দেশের জন্য নিশ্চিত করতে চান অনন্য সম্মান। নতুন সভাপতিকে পেয়ে উচ্ছ্বসিত সংগঠনটির কর্মকর্তারাও। তারা মনে করেন, পরিকল্পিত উদ্যোগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর দক্ষ ও গতিশীল নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাবে বিওএ।

কালের আলো/এমএএএমকে