ন্যায় প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চাই: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিতঃ 11:44 am | December 08, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন , ৫ আগস্টের বিপ্লবের পর একটা স্বল্পকালীন সরকার এসেছে। আমাদের মৌলিক কাজ হচ্ছে বিভিন্ন ধরনের রিফর্ম করা এবং যত দ্রুত সম্ভব একটি নির্বাচন করা। আমাদের কাজ ন্যায় প্রতিষ্ঠা করা। আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই আর সেক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।

গতকাল রাতে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ওয়ালটন আয়োজিত ‘অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন (এটিএস) এক্সপো-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘সরকারের পলিসি সাপোর্ট অনেকেই পায় কিন্তু তাকে সাসটেইনেবলভাবে সঠিক জায়গায় ব্যবহার সবাই করতে পারে না। ওয়ালটন এদিক থেকে সঠিকভাবে নিজেদের পণ্যে বৈচিত্র‍্য রক্ষা করে সরকারের সহযোগিতাকে ব্যবহার করেছে, যা প্রশংসনীয়।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘দেশের বাইরে বাংলাদেশের যারাই আছেন, সেখানে দেশীয় প্রযুক্তির কোনো পণ্য দেখতে পেলে তা সম্মানের ব্যাপার হিসেবে কাজ করে। এক্ষেত্রে ওয়ালটনকে আমি সম্মান করি, যে তারা নিজেদের প্রযুক্তি দেশের বাইরে পৌঁছে দিচ্ছে।

জাতি হিসেবে গর্ব করার মতো একটি প্রতিষ্ঠান হলো ওয়ালটন। ওয়ালটনের এতো অপরিসীম প্রচেষ্টা -যা দেখে আমি ব্যক্তিভাবে উচ্ছসিত বলে যোগ করেন তিনি।

এটিএস এক্সপোর সমাপনী অনুষ্ঠানে ওয়ালটন প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, ২০২৬ সালে যে এলডিসি গ্রেজুয়েশন হতে যাচ্ছে তা লক্ষ্যমাত্রা ঠিক রেখে আমাদের খরচ আরো কমিয়ে আনতে হবে, যাতে বৈদেশিক মুদ্রা আরো সাশ্রয় করা যায়।নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের গন্ডি বেরিয়ে বহি:বিশ্বের বাজারে যায়গা করে নিতে কাজ করতে হবে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন- ওয়ালটন হাইটেক এর ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভী প্রমুখ।

কালের আলো/ডিএইচ/কেএ