ভোজ্যতেল নিয়ে কঠোর অভিযান চালাতে ভোক্তার ডিজির নির্দেশ
প্রকাশিতঃ 5:10 pm | December 08, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাজার থেকে হঠাৎ করেই সয়াবিন তেল উধাও হয়ে গেছে। কোনও কোনও ব্যবসায়ী সয়াবিন তেল বিক্রির ক্ষেত্রে ক্রেতাকে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছেন। সয়াবিন তেলের এই সংকটকে ঘিরে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
রবিবার (৮ ডিসেম্বর) সকালে বাজার অভিযানে যাওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টিমগুলোকে এই নির্দেশনা দেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ছয়টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করবেন। মহাপরিচালক এসব টিমকে ভোজ্যতেল তথা সয়াবিন/পাম অয়েল ইত্যাদি বিষয়ে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে বাজারে সয়াবিন তেলের সংকট চলছে। চাহিদা অনুযায়ী, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সরবরাহ পাচ্ছেন না। ১০০ লিটার সয়াবিন তেলের চাহিদার বিপরীতে মিল থেকে পাওয়া যাচ্ছে ১০ থেকে ২০ লিটার। ব্যবসায়ীরা অভিযোগ তুলেছেন, মিল মালিকরা নাকি সরবরাহ কমিয়ে দিয়েছেন। ফলে বাজারে তেলের সংকট বেড়েই চলছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে আসন্ন রমজানে ভোজ্যতেলের সংকট সমগ্র বাজারকে অস্থির করে তুলতে পারে।
কালের আলো/ডিএইচ/কেএ