অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বাংলাদেশী তরুণ আটক
প্রকাশিতঃ 9:38 am | December 11, 2024
জয়পুরহাট প্রতিনিধি, কালের আলো:
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় এক বাংলাদেশী তরুণকে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ২টার দিকে সীমান্তের ভুঁইডোবা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তরুণের নাম আসিফ পাহান (২১)। তিনি নাটোর জেলা সদরের শংকরভাগ গ্রামের নরেশ পাহানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের কয়া বিওপির আওতায় মেইন পিলার ২৮২ নম্বরের সাব-পিলার ৫৬ নম্বরের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভুঁইডোবা নামক এলাকা থেকে ওই তরুণকে আটক করা হয়। ওই তরুণ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এসেছেন।
বিজিবি কয়া বিওপির নায়েব সুবেদার মো: নইমুল বলেন, “অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আসিফ পাহানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
কালের আলো/ডিএইচ/কেএ