আস্থা হারিয়ে ফেসবুক ছাড়ছেন বহু মানুষ : সমীক্ষা

প্রকাশিতঃ 12:10 am | March 10, 2019

টেক ডেস্ক, কালের আলো:

দিন দিন ফেসবুকের ওপর থেকে আস্থা উঠে যাচ্ছে মানুষের। তরুণদের কাছে বিশ্বাসযোগ্যতা কমছে সবচেয়ে বেশি হারে। বহু মানুষ ফেসবুক ব্যবহার বন্ধ করতে শুরু করেছেন। এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।

মার্কিন তরুণদের নিয়ে করা এক সমীক্ষায় দেখা গেছে, গোপনীয়তা (প্রাইভেসি) নিয়ে উদ্বেগের কারণে মানুষ ব্যাপক হারে ফেসবুক ছেড়ে চলে যাচ্ছে।

সমীক্ষাটি করেছে বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চ। সমীক্ষায় দেখা গেছে, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ১২ বছরের বেশি বয়সী ৬৭ শতাংশ মানুষ ফেসবুক ব্যবহার করত; ২০১৮ সালে কমে হয়েছে প্রায় ৬২ শতাংশ।চলতি বছর আরও কমে হয়েছে তা ৬১ শতাংশ।

ফেসবুক ব্যবহারকারীর হার সবচেয়ে বেশি কমেছে ১২ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে। মানুষ ফেসবুক ছেড়ে স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ্লিকেশনের দিকে ঝুঁকছে।

গত দুই বছরে ১ কোটি ৭০ লাখ মানুষ ফেসবুক ছেড়ে দিয়েছেন। গত বছরে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর থেকে তরুণদের মধ্যে ফেসবুকের প্রতি আস্থা হারানোর হার বেড়েছে।

কালের আলো/এমএইচএ