বড় ব্যবধানে জয়ে ফিরল কিংস
প্রকাশিতঃ 8:24 pm | December 14, 2024
জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস জয়ে ফিরেছে। আগের রাউন্ডে কুমিল্লায় ঐতিহ্যবাহী দল মোহামেডানের বিপক্ষে হেরেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ কিংস অ্যারেনায় শনিবার (১৪ ডিসেম্বর) তৃতীয় রাউন্ডে বসুন্ধরা ৪-১ গোলে পুরান ঢাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে।
বসুন্ধরা কিংস জিতলেও প্রথমার্ধে সমানতালেই লড়েছিল রহমতগঞ্জ। ১০ মিনিটে ফার্নান্দেজের গোলে লিড নেয় কিংস। দুই মিনিট পর নবীব নেওয়াজ জীবনের গোলে সমতা আনে রহমতগঞ্জ। ওই অর্ধে রহমতগঞ্জ দুর্দান্ত লড়াই করে। প্রথমার্ধের ইনজুরি সময়ে মিগুয়েল ফেরেইরা পেনাল্টি থেকে আবারও লিড নেন।
বিরতির পর রহমতগঞ্জ আর খেলায় ফিরতে পারেনি। ৫৩ মিনিটে বসুন্ধরা কিংস ৩-১ গোলে এগিয়ে যায় রানার গোলে। ৭৬ মিনিটে তপু বর্মণ আরেকটি গোল করলে কিংসের বড় জয় নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে, মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ গ্রহণ করল রহমতগঞ্জ।
দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ ৪-০ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে পুলিশ ২-০ গোলের লিড নেয়। বিরতির পর আরও দুই গোল করে দলটি। আল আমিন জোড়া, দীপক ও কাজেম শাহ একটি করে গোল করেন। সৈয়দ কাজেম শাহ কিরমানি সাবেক তারকা ক্রিকেটার হালিম শাহ’র ছেলে।
কালের আলো/ডিএইচ/কেএ