বৈষম্যবিরোধী সমাজ গড়তে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন
প্রকাশিতঃ 11:59 am | December 16, 2024
চট্টগ্রাম প্রতিনিধি, কালের আলো:
বৈষম্যবিরোধী সমাজ গড়তে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন নির্মিত কাট্টলী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মন্তব্য করেন।
জেলা প্রশাসক বলেন, আমরা বিজয়ের ৫৪ বছরে পা দিয়েছি। স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছি। ৭১’ এর চেতনাকে ধারণ করে জুলাই ২৪’ এর বিপ্লবের ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করব।
ফরিদা খানম চট্টগ্রামে একটি স্থায়ী স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণ করার পরিকল্পনার কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
কালের আলো/এএমকে