বিজয় দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা জামায়াতের

প্রকাশিতঃ 1:12 pm | December 16, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় উত্তরা-১১ নম্বর সেক্টরের চৌরাস্তায় জমজম টাওয়ারের সামনে থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী। শোভাযাত্রাটি আজমপুর গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শোভাযাত্রায় নেতাকর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যায়। পতাকা নেড়ে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছিলেন তারা।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির মোহাম্মদ আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জামাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি এ এইচ এম আতিকুর রহমান, জামায়াতে ইসলামী উত্তরা অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, মহানগরী মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, আবু সাঈদ, মতিউর রহমান প্রমুখ।

কালের আলো/ডিএইচ/কেএ