দেড়যুগ পর বাঙলা কলেজে ছাত্রদলের বিজয় র‍্যালি

প্রকাশিতঃ 11:52 pm | December 16, 2024

কালের আলো প্রতিবেদক:

প্রায় দেড়যুগ পর বিজয় র‌্যা‌লি করেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে র্যা‌লি‌টি ক্যাম্পাসে প্রদক্ষিণ করে শেষ হয়। র‍্যালিতে বাঙলা কলেজ ছাত্রদলের সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক বেল্লালসহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে বাঙলা কলেজ ছাত্রদলের সভাপতি ইব্রাহিম বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। কিন্তু ২০২৪ সালে দ্বিতীয় বিজয় হয়। ফলে এই দ্বিতীয় বিজয়ের কারণে আমারা আজকে স্বাধীনভাবে বিজয় দিবস পালন করতে পারছি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও দীর্ঘ দেড়যুগ ধরে স্বৈরাচার হাসিনা পরাধীন করে রাখছে। সেই পর‌াধীনতা থে‌কে আমরা আবারও মুক্ত হ‌য়েছি।

সাধারণ সম্পাদক বেল্লাল বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ডাকে বাংলার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং বাংলাদেশকে স্বাধীন করে। আজকে আমরা স্বাধীনভাবে বিজয় র‍্যালি করতে পেরে অনেক আনন্দিত।

কালের আলো/ডিএস/এমএম