সাংবাদিকদের তোপের মুখে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান

প্রকাশিতঃ 1:33 pm | December 17, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সাংবাদিকদের তেমন ভূমিকা ছিল না— এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। এ সময় অডিটোরিয়ামে ‘তার বক্তব্য শুনতে চাই না’ বলে দাবি উঠে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।

সংস্কার কমিশনের চেয়ারম্যানের এমন বিতর্কিত মন্তব্যের পর হট্টগোল শুরু হয় অডিটোরিয়ামে। এ সময় সাংবাদিক নেতারা ‘ছাত্র-আন্দোলনে তাদের ভূমিকা ছিল’ উল্লেখ করে কমিশনের চেয়ারম্যানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

সাংবাদিকরা বলেন, ওই আন্দোলন ছিল সব শ্রেণি ও পেশার মানুষের। আন্দোলনে আমাদের সন্তানেরাও মাঠে ছিল। আমাদের বহু সাংবাদিক নিহত হয়েছেন। অনেকে মানসিক বিকারগ্রস্ত হয়েছেন, কিন্তু রাষ্ট্র সে বিষয় কোনো উদ্যোগ নেয়নি।

পরে নিজের বক্তব্য সংশোধন করে মুয়ীদ চৌধুরী বলেন, ‘আমি আসলে এভাবে বলতে চাইনি। আমি বলতে চেয়েছি, ছাত্ররা বেশি ভূমিকা রেখেছে কিন্তু আমরা সেভাবে রাখতে পারিনি।’

কমিশনের সঙ্গে সম্পৃক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-প্রতিনিধি ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানও কমিশনের চেয়ারম্যানের বিতর্কিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমা চান।

কালের আলো/এএমকে