থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য সুখবর
প্রকাশিতঃ 6:22 pm | December 17, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ভ্রমণপিপাসু ও ভিসা প্রত্যাসীদের জন্য সুখবর দিলো থাইল্যান্ড। আগামী বছরের ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা চালু করতে যাচ্ছে দেশটি।
গত রোববার (১৫ ডিসেম্বর) ঢাকায় থাই দূতাবাস এ বিষয়ে সিদ্ধান্ত নিলেও সোমবার (১৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
থাই দূতাবাস জানায়, আগামী ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা চালু করা হবে। এখন থেকে সরকারি পাসপোর্টে আর থাই ভিসা লাগবে না। চলতি মাসের ১৯ ডিসেম্বর থেকে ঘরে বসেই ভিসা আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাধারণ নাগরিকরা আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা সেবা পেলেও সরকারি পাসপোর্টধারীদের ১৯ ডিসেম্বর থেকে এ সুবিধা দেবে দেশটির সরকার। আবেদনের ১০ দিনের মধ্যে ই-মেইলে এ ভিসা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন। এরপর এটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন তারা।
ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে পারবেন। এরপর দূতাবাসের ফি যাচাইকরণের জন্য প্রণীত সিস্টেম পেমেন্ট ইনফো সামারিতে তার তথ্য দিতে হবে।
ই-ভিসা চালুর ফলে আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ডের ভিসা সেন্টারটি বন্ধ হয়ে যাবে।
কালের আলো/এমএএইচইউ