ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন? আইজিপির কাছে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল
প্রকাশিতঃ 7:46 pm | December 17, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) ১৫ দিনের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা জানান।
তাজুল ইসলাম জানান, ওবায়দুল কাদেরের দেশ ছাড়ার বিষয়ে প্রসিকিউশন ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করলে বিচারক এ আদেশ দেন।
তিনি বলেন, “ওবায়দুল কাদের গত তিন মাস বাংলাদেশে ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে তিনি দেশের কোথায় কীভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কীভাবে পরবর্তী সময়ে সীমান্ত অতিক্রম করেছেন, এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে এই ব্যাখ্যা যেন দেওয়া হয় সেটি জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে।”
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।
কালের আলো/ডিএইচ/কেএ