টেবিলে বসে সংস্কার করা যায় না: আমির খসরু
প্রকাশিতঃ 11:05 pm | December 17, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কয়েকজন লোক টেবিলে বসে রাষ্ট্র সংস্কার করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনসমর্থন নিয়ে গঠিত নির্বাচিত সরকার পরিপূর্ণ সংস্কার করবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহিদ ডা. মিলন হলে জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে অনুদান বিতরণ ও ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের গল্প আমাদের সামনে করে লাভ হবে না। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে।
টেবিলে বসে সংস্কারের মত ভুল ধারণা আর হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা চলমান। রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোন সংস্কার কাজে আসবে না।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস। সংস্কারের শিক্ষা বিএনপির কাছ থেকেই নিতে হবে।
এসময় সংস্কারের সুফল বাংলাদেশের প্রতি ঘরে পৌঁছে দিতে বিএনপির ৩১ দফা জনগণের মাঝে প্রচার ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন ডা. জাহিদ। এসময় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, ড্যাবের সহ-সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান প্রমুখ।
কালের আলো/ডিএইচ/কেএ