ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিতঃ 5:20 pm | December 19, 2024
কালের আলো ডেস্ক:
গাজীপুরের টঙ্গীতে যথাসময়েই ইজতেমা হবে। তবে সহিংসতায় জড়িতদের কোনা ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলার আইনশৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি এখন স্বাভবিক রয়েছে। ৩১ জানুয়ারি জুবায়েরপন্থিদের (শূরায়ে নেজাম) ইজতেমা হবে। ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি উঠে যাবে।
যেকোনো পরিস্থিতি ও নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুতি রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ১৮৫ জনের মত কাজে যোগ দেয়নি, এ সংখ্যা নগণ্য। বাকি পুলিশ সদস্যরা কার্যকরী অবস্থায় রয়েছে। এছাড়া অন্যান্য সশস্ত্র বাহিনী র্যাব, বিজিবি রয়ে গেছে। নির্বাচনসহ যেকোন অবস্থা মোকাবিলা করা কোন অসুবিধা হবে না।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টট্রেট ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএইচ/কেএ