ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রকাশিতঃ 7:04 pm | December 19, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেহেতু এখনো ষড়যন্ত্র থেমে নেই, আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, জেল-জুলুমের শিকার হয়েছেন কিন্তু সব পরীক্ষা দিয়ে আপনারা উত্তীর্ণ হয়েছেন। তবে সামনে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যায়নি, আরও পরীক্ষা আছে।

এমন একটি যুদ্ধ জনগণের পক্ষের যুদ্ধ, স্বাধীনতা সার্বভৌমত্বের যুদ্ধ, এ যুদ্ধে যদি জয়ী হতে হয়, আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলের দিকে জেলা বিএনপির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের ভেতরেই হোক বা বাইরেই হোক, আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের ওপর লোভনীয় দৃষ্টিতে অনেকেই তাকিয়ে থাকে। এ দেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখা যায়, জনসমর্থনহীন সরকার রাখা যায়, তাহলে অনেকেই অনেক কিছু লুটেপুটে নিয়ে যেতে পারবে।

কিন্তু জনসমর্থিত সরকার থাকলে বা দেশের কথা চিন্তা করবে- এমন কেউ যদি দেশ পরিচালনার জন্য থাকে, তাহলে দেশ ও দেশের স্বার্থ নিরাপদ থাকবে। আর যারা শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে, আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের দিকে, তখন তারা ১০ বার চিন্তা করবে।
তিনি আরও বলেন, এখন আমাদের সংগ্রাম দেশ গড়ার সংগ্রাম, এ দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার, একই সঙ্গে মানুষের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার সংগ্রাম শুরু হয়েছে। এ সংগ্রামকে নেতৃত্ব দিতে পারবেন আপনারা (জনগণ)। এ দেশে বহু দলীয় গণতন্ত্র, নারী অধিকার সব কিছু বিএনপি করেছে, যা আপনারা অতীত ঘাটলে দেখতে পারবেন। মানুষ ও দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনাদের কাঁধে অনেক দায়িত্ব।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনারা এমন দলের নেতাকর্মী, আপনার নেতা স্বাধীনতার ডাক দিয়ে বসে থাকেননি, যুদ্ধ করেছেন। আপনার নেতা দেশের দায়িত্ব পাওয়ার পর কোদাল হাতে নিয়ে খাল খনন কর্মসূচি হাতে নিয়ে ছিলেন, উৎপাদন বাড়াতে কাজ করেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আপনার দলনেত্রী শত বাধা অতিক্রম করে, শত নির্যাতনের মুখেও কোনো আপস করেননি। আর এ জন্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি এমন কোনো কাজ করবেন না, যেটা করলে আপনি হালকা হয়ে যাবেন, ছোট হয়ে যাবেন, আপনি একজন বিএনপি নেতা, আপনি একজন বিএনপি কর্মী। আজকের কর্মশালায় আমরা ৩১ দফা নিয়ে আলোচনা করেছি, এ ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতার সভাপতিত্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- বিএনপি মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ আলমগীর পাভেল।

এসময় আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত, সহসভাপতি ড. খন্দকার আকবার হোসেন বাবলু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুখসানা খানম মিতু।

কর্মশালায় প্রশিক্ষণ দেন- বিএনপির নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু ও অর্পণ বাংলাদেশের সভাপতি বীথিকা বিনতে হোসাইন।

কালের আলো/এএমকে