দেশি-বিদেশি জাহাজে কর্মসংস্থানে প্রশিক্ষণ ও সনদ পেলো ৭০ তরুণ

প্রকাশিতঃ 9:09 pm | December 19, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশি-বিদেশি জাহাজে কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ ও সনদ পেলো বরিশাল ও মাদারীপুরের ৭০ জন তরুণ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলার নয়াচর এলাকায় অবস্থিত শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট (এসপিটিআই)-এর কার্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ট্রেনিং পাওয়া তরুণদের অভিভাবকরা। সন্তানরা এমন প্রশিক্ষণ পাওয়াতে সন্তুষ্ট অভিভাবকরা। দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার কথা জানান প্রশিক্ষণ পাওয়া তরুণরা।

বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিনা খরচে এক বছরের নাবিকের কোর্সে বিভিন্ন জেলার শিক্ষার্থীদের ভর্তি, প্রশিক্ষণ, আবাসিক স্থান ও খাবারের ব্যবস্থা থাকায় ভর্তির আগ্রহ বাড়ছে বলে জানায় প্রতিষ্ঠান প্রধানরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএর) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রশিক্ষণ নেয়া তরুণরা দেশি-বিদেশি জাহাজে চাকরির সুযোগ পাবে। প্রশিক্ষণ নেয়ার ফলে নৌদুর্ঘটনা কমে আসবে। অন্যদিকে বিদেশি জাহাজে নাবিকরা দায়িত্ব পালন করে দেশের রেমিট্যান্স খাতে অবদান রাখছে।

এখন পর্যন্ত মাদারীপুর থেকে ৮৪২১ জন ও বরিশাল থেকে ৫৬৪১ আধুনিক প্রশিক্ষন নিয়ে দেশি-বিদেশি জাহাজে চাকুরি করছে। আন্তর্জাতিক মানের নাবিক তৈরির লক্ষ্যে কাজ করছে নৌপরিবহন মন্ত্রণালয়। এমন দক্ষ নাবিক তৈরি করা হলে দেশের সুনাম বিদেশের মাটিতে দ্রুত ছড়িয়ে পড়বে।

এ সময় বিআইডব্লিউটিএ’র সদস্য (অর্থ) ক্যাপ্টেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মাদারীপুরের শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট (এসপিটিআই)-এর অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ মহিউদ্দিন, বরিশালের ডেক পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট (ডিপিটিআই)-এর অধ্যক্ষ ক্যাপ্টেন জিএএম আলী রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/কেএ