ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে যা বললেন লিটন

প্রকাশিতঃ 12:30 pm | December 20, 2024

স্পোর্ট ডেস্ক, কালের আলো:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। আজ শুক্রবার শেষ ম্যাচ জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল টাইগাররা। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানালেন ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী ছিল দল।

বোলারদের প্রশংসা করে লিটন বলেন, টেস্টে আমরা দারুণ খেলেছি, ওয়ানডেতে দুর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি কিন্তু আমাদের আত্মবিশ্বাস ছিল। (বোলিং আক্রমণ বিশ্বের যেকোন দলকে চ্যালেঞ্জ জানাতে পারে প্রশ্নে) হ্যাঁ, আমরা জানতাম ভালো রান করতে পারলে সেটা ডিফেন্ড করার মতো বোলার আমাদের আছে।

কোচিং স্টাফ-টিম ম্যানেজমেন্ট নিয়ে লিটন বলেন, (ফিল সিমন্স) সে কখনোই চাপ দেয় না, আমরা স্বাধীনভাবে খেলছি। শুধু সে না পুরো কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্ট অনেক সাহায্য করছে। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি, উইকেট ভালো ছিল ব্যাটিংয়ের জন্য এবং বোলাররা যে মনোভাব দেখিয়েছে তা অসাধারণ ছিল।

এই হোয়াইটওয়াশকে বড় অর্জন মনে করে লিটন বলেন, এই মুহুর্তে তাদের ব্যাটিং আমাদের চেয়ে ভালো, তাদের পাওয়ার হিটার রয়েছে কিন্তু আমরা ১৯০ ডিফেন্ড করেছি এটা বড় অর্জন। এই সিরিজে আমরা ভালো খেলেছি এবং পরবর্তীতে যেখানেই খেলব আমাদের ভালো খেলতে হবে।

কালের আলো/এএমকে