সমর্থকদের নিয়ে ভাবছে বাফুফে, সমালোচনাকেও স্বাগতম
প্রকাশিতঃ 5:54 pm | December 20, 2024
জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
আজ (শুক্রবার) ছুটির দিন। শীতের সকালে আড়মোড়া মাত্র ভাঙলেও বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালের নিজ বাসভবনে আজ গণমাধ্যমের ভিড়। কারণ হামজা চৌধুরির বাংলাদেশের হয়ে খেলা নিয়ে সেখানে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন। হামজা, জাতীয় দল ও প্রবাসী ফুটবলারদের পাশাপাশি চলমান ঘরোয়া ফুটবল নিয়েও প্রশ্ন উঠেছিল বাফুফে সভাপতির সামনে।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ দেশীয় ফুটবলের সর্বোচ্চ স্তর। শীর্ষ পর্যায়ের লিগ অনুষ্ঠিত হচ্ছে একেবারে অপ্রস্তুত মাঠে। যা ফুটবলারদের জন্য ঝুঁকিপূর্ণ এবং ভালো ফুটবলের অন্তরায়। বাফুফের নতুন সভাপতি বিষয়টি অকপটে স্বীকার করে বলেছেন, ‘আমাদের বর্তমানে অতিরিক্ত তিনটা (কুমিল্লা, মুন্সিগঞ্জ ও গাজীপুর) স্টেডিয়াম আছে। স্বীকার করতে হচ্ছে, সেগুলো বাংলাদেশের শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের জন্য উপযুক্ত নয়। দুর্ভাগ্যবশত লিগ শুরুর দুয়েকদিন আগে মাঠ পেয়েছি। নিয়মিত ক্রীড়া পরিষদের সঙ্গে যোগাযোগ করছি। আমি আমার হতাশা ভাগাভাগি করেছি তাদের সঙ্গে।’
এমন মাঠেও ফুটবলাররা খেলছেন এবং সমর্থকরাও আসছেন। এজন্য দুই পক্ষকেই ধন্যবাদ জানিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘খেলোয়াড়দের কৃতজ্ঞতা জানাই, তারা এসব (গাজীপুর, কুমিল্লা ও মুন্সীগঞ্জ) মাঠে খেলছেন। সঙ্গে দর্শকদেরও ধন্যবাদ দিতে চাই। তারা মাঠে এসে খেলা দেখছে। অনেকে অনলাইনেও দেখছে।’
ফুটবলের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সেই স্টেডিয়াম তিন বছরেরও বেশি সময় সংস্কারাধীন। আগামী মার্চের আগে পরিপূর্ণ বঙ্গবন্ধু স্টেডিয়াম পাওয়ার সুযোগ নেই। তবে বাফুফে ঢাকার বাইরে আরেকটি আন্তর্জাতিক স্টেডিয়াম করতে চায় চট্টগ্রামের এমএ আজিজকে, ‘এমএ আজিজ স্টেডিয়াম পুরোপুরি ফুটবলের জন্য পাওয়ার ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি শিগগিরই স্টেডিয়ামটি শুধুমাত্র ফুটবল স্টেডিয়াম হিসেবে পাব আমরা। তখন সেটিকে আন্তর্জাতিক ফুটবলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।’
ফুটবল উপযোগী করার ক্ষেত্রে বাফুফে সভাপতির ভাবনায় রয়েছেন সমর্থকরাও। তিনি বলেন, ‘আমরা শুধু মাঠের উন্নয়ন নয়, সমর্থকদেরও খেলা উপভোগের সুন্দর পরিবেশ দিতে চাই। সুন্দর গ্যালারি, বাথরুম সব ব্যবস্থাই থাকবে সমর্থকদের জন্য।’
বাংলাদেশের ফুটবলে আগের সেই তুমুল জনপ্রিয়তা না থাকলেও, এখনও মানুষ ফুটবলের খোঁজ-খবর রাখেন। জাতীয় দলের পারফরম্যান্স বা বাফুফের অনেক সিদ্ধান্তে সমালোচনা-নেতিবাচক মন্তব্য করেন সমর্থকরা। বাফুফের নতুন সভাপতি সমালোচনাকে বেশ ইতিবাচকভাবেই গ্রহণ করছেন, ‘ভিন্ন মতকে আমরা অবশ্যই গ্রহণ করছি। নেতিবাচক বা সমালোচনা হলেও তিনি ফুটবল নিয়ে ভাবেন বা ভালোবাসেন। আমরা চাই ফুটবল দেশের এক নম্বর খেলা হোক। মানুষের দৈনন্দিন জীবনের অংশ হোক ফুটবল। দিনের কিছু সময় মানুষ ফুটবল নিয়ে ভাবুক ও আলোচনা করুক। ফুটবল নিয়ে যে কোনো মতামত, পরামর্শ ও সমালোচনা আমরা স্বাগত জানাই।’
কালের আলো/এএমকে