উপদেষ্টা হাসান আরিফ এঁর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
প্রকাশিতঃ 7:16 pm | December 20, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ এঁর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
শোকবার্তায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, তিনি ছিলেন একজন আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল। উপদেষ্টা হাসান আরিফ এঁর মৃত্যুতে জাতি একজন দক্ষ ও নিবেদিত প্রাণ ব্যক্তিকে হারালো। তাঁর মৃত্যুতে যে শুণ্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। তিনি মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কালের আলো/ডিএইচ/কেএ