উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

প্রকাশিতঃ 7:25 pm | December 20, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নাহিদ ইসলাম বলেন, এ এফ হাসান আরিফ ছিলেন বাংলাদেশের একজন প্রাজ্ঞ আইনজীবী। কর্মনিষ্ঠ ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসাবে তার সুখ্যাতি রয়েছে। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, উপদেষ্টা এ এফ হাসান আরিফ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কালের আলো/ডিএইচ/কেএ