ছাত্র-জনতার আন্দোলনে হাসান আরিফ বিশেষ ভূমিকা রেখেছিলেন 

প্রকাশিতঃ 8:00 pm | December 20, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

২০২৪ সালের আগস্ট মাসে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে এ এফ হাসান আরিফ বিশেষ ভূমিকা রেখেছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন৷

শুক্রবার (২০ ডিসেম্বর) সংগঠনটির মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান ও সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ স্বাক্ষরিত এক শোকবার্তায় এ কথা বলা হয়।

শোকবার্তায় বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন গভীরভাবে শোকাহত।

এতে বলা হয়, ২০২৪ সালের আগস্ট মাসে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে তিনি বিশেষ ভূমিকা রেখেছিলেন। গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন তিনি। পরে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তিনি অন্তর্বর্তী সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।

শোক বার্তায় আরও বলা হয়, হাসান আরিফ তার কর্মজীবন শুরু করেন ১৯৬৭ সালে ভারতের পশ্চিম বাংলার কলকাতা হাইকোর্ট থেকে। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ১৯৭০ সাল থেকে আইন পেশার সঙ্গে জড়িত আছেন। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন মেধাবী ও ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে হারালো। হাসান আরিফ বাংলাদেশে ইতিহাসের অংশ হিসাবে থাকবেন। জাতি তার অবদান শ্রদ্ধার সঙ্গে সবসময়ে স্মরণ করবে। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুন।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

কালের আলো/এএমকে