প্রাণে প্রাণ মিলেমিশে একাকার, দেশপ্রেমের মনোভাব নিয়ে ক্যাডেটদের কাজ করার তাগিদ নৌবাহিনী প্রধানের

প্রকাশিতঃ 10:21 pm | December 20, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বর্ণিল সাজ চারদিকে। প্রাক্তন ক্যাডেটদের পদচারণায় মুখর সবুজ চত্বর। বয়সকে হার মানিয়ে কৈশোরের মধুমাখা দিনগুলোতে কয়েক মুহুর্তের জন্য হারিয়ে যাওয়া। তারুণ্যের দুরন্তপনার সঙ্গীদের সঙ্গে নির্ভার আড্ডা আর আনন্দধারায় মেতে ওঠা। গল্প আর স্মৃতি রোমন্থনে যেন ফিরে আসে অতীত। পুরোনো বন্ধু, সতীর্থ, শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ সময় পর পেয়ে দু:খ-সুখের আলাপে জুড়িয়েছে প্রাণ। হালের ট্র্যান্ড সেলফি তোলায় নিমগ্ন প্রত্যেকে; বন্দি একে অপর। আবেগ-স্মৃতিচারণায় এভাবেই ছুঁয়ে যায় সিলেট ক্যাডেট কলেজ চত্বর।

সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘ওকাস’ এর উদ্যোগে তিন দিনব্যাপী পুনর্মিলনী উৎসব তাই যেন পুনর্মিলনই নয় এক মহামিলনের সূত্রপাত করেছে। কর্মব্যস্ত জীবনে নিজেদের আনন্দ ভাগাভাগির অনাবিল মুহুর্তে ৯ম এই পুনর্মিলনীর দ্বিতীয় দিনে শুক্রবার (২০ ডিসেম্বর) তাঁরা প্রধান অতিথি হিসেবে পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানকে। সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে দেশপ্রেমের মনোভাব নিয়ে বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের কাজ করার তাগিদ দিয়েছেন তিনি। দেশের চ্যালেঞ্জিং সময় অতিক্রম করে সবাই মিলে দেশকে এগিয়ে নিতেও উজ্জীবিত করেছেন ক্যাডেটদের।

সাপ্তাহিক ছুটির দিনে সিলেট ক্যাডেট কলেজের তিন দিনব্যাপী পুনর্মিলনী উৎসবের দ্বিতীয় দিনটি কার্যত রূপ নেয় আবেগ-উচ্ছ্বাসময় মিলনমেলায়। ভালোবাসার বারতায় বন্ধুত্বের টানে স্মৃতিময় ক্যাম্পাসে ছুটে এসে তাঁরা জানান দেন এই দৃঢ় বন্ধন আলগা হবার নয় মোটেও। বন্ধুত্বকে চির তরুণ করার প্রয়াসে মানবিক মূল্যবোধের জয়গানে মুখর থেকে তাঁরা তৈরি করলেন নবীন-প্রবীণের সেতুবন্ধ। তাই অনিন্দ্য সুন্দর এমন আয়োজন বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ়তর করে পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও সংবেদনশীলতার এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি করেছে বলেও মনে করেন নৌবাহিনী প্রধান।

পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বললেন, ‘আজকের এই আয়োজন শুধুমাত্র একটি পুনর্মিলনী নয়, এটি আমাদের জীবনের শেকড়, স্মৃতি ও আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক মহাউপলক্ষ্য।’ তিনি মনে করেন, ‘সিলেট ক্যাডেট কলেজ যুগে যুগে জাতির জন্য সুনাগরিক ও যোগ্য নেতৃত্ব তৈরি করে এসেছে। এই ক্যাডেট কলেজটি তাঁর জন্মলগ্ন থেকেই দেশের শিক্ষাঙ্গনে অন্যতম এক অনির্বাণ দীপশিখা হিসেবে নিজ অবস্থানকে সুসংহত করেছে।’

  • সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ
  • শৃঙ্খলা, নিষ্ঠা ও নৈতিকতার বীজ বপণ করে দিয়েছেন শিক্ষকরা
  • পুনর্মিলনী কেবল আনন্দের উৎসই নয়, স্মরণ করিয়ে দেয় দায়িত্বও
  • স্বাধীনতা রক্ষায় কঠিন গুরুদায়িত্ব পালনের আহ্বান

এর আগে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সিলেট ক্যাডেট কলেজে এসে পৌঁছালে ‘ওকাস’ এর সভাপতি মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন উপল ও সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ মিসেস নায়না আক্তার তাঁকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনী প্রধানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) এর প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।

সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নিজের বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, ‘তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ।’ তিনি একই সঙ্গে স্বাধীনতা সমুন্নত রাখতে জাতির ক্রান্তিলগ্নে জুলাই-আগস্ট মাসের বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদদেরও স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে আন্দোলনে আহত সকল ছাত্র-জনতার আশু রোগমুক্তি কামনা করছি।’

শৃঙ্খলা, নিষ্ঠা ও নৈতিকতার বীজ বপণ করে দিয়েছেন শিক্ষকরা
সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন নৌবাহিনী প্রধান। তিনি বলেন, ‘আমাদের কৈশোর এবং বেড়ে ওঠার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে এই ক্যাডেট কলেজ। আমাদের জীবনের ভিত্তি রচনা করে দিয়েছে এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানটি। আমি গভীরভাবে স্মরণ করছি এই ক্যাডেট কলেজের মহান সেইসব শিক্ষকদেরকে যারা উপস্থিত আছেন এবং যারা আমাদের কাছ থেকে চির বিদায় নিয়েছেন। তাঁরা শুধু শিক্ষাই নয়, বরং আমাদের মাঝে শৃঙ্খলা, নিষ্ঠা ও নৈতিকতার বীজ বপণ করে দিয়েছেন। আজ আমরা যার যার জীবনে যে পর্যায়ে এসেছি এর অন্যতম কৃতিত্বের দাবিদার আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী।’

পুনর্মিলনী কেবল আনন্দের উৎসই নয়, স্মরণ করিয়ে দেয় দায়িত্বও
‘এই পুনর্মিলনী আমাদের জন্য কেবল আনন্দের উৎসই নয়, বরং এটি আমাদের কিছু দায়িত্বও স্মরণ করিয়ে দেয়’-বলছিলেন নৌবাহিনী প্রধান। তিনি বলেন, ‘এই দেশ ও জাতি আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে। আমরা অনেকের চাইতে অনেক বেশি সৌভাগ্যবান আমরা ক্যাডেট কলেজের মতো একটি গুরুত্বপূর্ণ, সম্মানজনক ও মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেছি। তাই দেশ ও জাতির প্রতি আমাদের দায়িত্ববোধ অন্য যেকোন নবীন অথবা প্রবীণদের চাইতে বেশি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আপনাদের সকলের প্রতি দেশ ও জাতির যে প্রত্যাশা সেটি হচ্ছে- দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য আপনারা নিজ নিজ পেশায় নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে যাবেন, সেটি দেশে কিংবা বিদেশে হোক। আমাদের সম্মিলিত চেষ্টা থাকবে সীমাকে অতিক্রম করে অসীমকে ছোঁয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার।’

স্বাধীনতা রক্ষায় কঠিন গুরুদায়িত্ব পালনের আহ্বান
দেশ একটি চ্যালেঞ্জিং সময় মোকাবিলা করছে জানিয়ে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান আরও বলেন, ‘আমাদের নতুন জেনারেশন জেন-জি আমাদের নতুন বাংলাদেশ এনে দিয়েছে। যেটাকে আমরা বলছি বাংলাদেশ ২.০। কিন্তু দেশের স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। আর সেই কঠিন গুরুদায়িত্বই আমাদেরকে পালন করে যেতে হবে। তাই আপনাদের সবার প্রতি আমার অনুরোধ যারা দেশে আছেন, বিদেশে আছেন, সবাই যার যার অবস্থান থেকে দেশপ্রেমের মনোভাব নিয়ে নিরবচ্ছিন্নভাবে ও নিরলসভাবে কাজ করে যাবেন। আমরা যে চ্যালেঞ্জ মোকাবিলা করছি সেই চ্যালেঞ্জ যাতে আমরা সহজে অতিক্রম করতে পারি এবং আমরা যাতে প্রাণপ্রিয় দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটিই হবে আমাদের সকলের আজকের দিনের অঙ্গীকার।’

বর্তমান ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা অত্যন্ত সৌভাগ্যবান যে সিলেট ক্যাডেট কলেজের মতো একটি স্বনামধন্য এবং সুপরিচিত প্রতিষ্ঠানে তোমরা একেকজন ক্যাডেট। এই বিষয়টিকে গর্বের সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে তোমরা নিজেদেরকে কেবল ভালো একজন ছাত্র হিসেবেই নয়, ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে এটাই বড় ভাই হিসেবে তোমাদের কাছে সকলের প্রত্যাশা। আমি সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকমণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাঁরা আমাদের প্রিয় ছোট ভাইদেরকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলছেন এবং আমি আপনাদের আরও ধন্যবাদ জানাচ্ছি এই পুনর্মিলনী আয়োজনে আপনাদের সকলের অবদান ও পরিশ্রমের জন্য।’

অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান এবং ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেটের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এই পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য উর্ধ্বতন এই দু’সেনা কর্মকর্তার সার্বিক সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান নৌবাহিনী প্রধান।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এদিন বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের পরিবেশিত বর্ণাঢ্য প্যারেডে সালাম গ্রহণ করেন। প্যারেড শেষে তিনি সিলেট ক্যাডেট কলেজের শহীদ মিনারের সামনে একটি বৃক্ষ রোপণ করেন। পরে তিনি ‘ওকাস’ এর নির্বাহী কমিটি, কলেজের কর্মকর্তা ও অনুষদ সদস্যদের সঙ্গে একটি ফটোসেশনে অংশ নেন। তিন দিনব্যাপী সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শুরু হয়। বর্ণিল আয়োজন ও দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতায়োজনের মধ্য দিয়ে শনিবার (২১ ডিসেম্বর) এই পুনর্মিলনী শেষ হবে।

কালের আলো/এমএএএমকে