প্রথম দুই মিনিটে ২ গোলের ঐতিহাসিক ম্যাচে বায়ার্নের গোল উৎসব

প্রকাশিতঃ 10:52 am | December 21, 2024

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

গত সপ্তাহে মাইঞ্জের কাছে লিগ মৌসুমের প্রথম হারের পর বায়ার্ন মিউনিখ ঘুরে দাঁড়ালো গোল উৎসব করে। শুক্রবার ৫-১ গোলে তাদের জয়ের ম্যাচে লিগ ইতিহাসে প্রথমবার শুরুর দুই মিনিটে ২ গোল হয়েছে।

গত মাসে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ঊরুতে চোট পেয়ে ছিটকে যান হ্যারি কেইন। বুন্দেসলিগায় লাইপজিগের বিপক্ষে ফিরলেও হতাশ করেছেন তিনি। তবে তার দল করেছে গোল উৎসব।

এনিয়ে ২৬ বার ক্রিসমাসে বায়ার্ন থাকলো টেবিলের শীর্ষে, আগের ২৫ বারের মধ্যে ২৩ বারই তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবার কি তারা পারবে বেয়ার লেভারকুসেনের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিতে?

১৯ ম্যাচ শেষে বায়ার্ন ৩৬ পয়েন্ট পেয়েছে। এক ম্যাচ কম খেলে দুই নম্বরে থাকা লেভারকুসেন (২৯) তাদের চেয়ে ৭ পয়েন্ট পেছনে।

আধমিনিট পার না হতেই বায়ার্ন এগিয়ে যায়। কেনের ব্যাকহিল থেকে মাইকেল অলিসের ক্রসে জামাল মুসিয়ালা ২৮ সেকেন্ডে জাল কাঁপান।

লাইপজিগ জবাব দিতে দেরি করেনি। লুইস ওপেন্দা ডানপাশ থেকে ক্রস দেন, বেঞ্জামিন সেসকোর গোলে হয় ইতিহাস। লিগ ইতিহাসে প্রথমবার ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যে দুটি গোল হলো।

বাকি সময় বায়ার্ন আধিপত্য দেখায়। ২৫তম মিনিটে লাইপজিগের সাবেক খেলোয়াড় কনরাড লাইমার বায়ার্নের জার্সিতে প্রথম গোল করেন।

৩৬ মিনিট পর লম্বা শটে জোশুয়া কিমিখ হাফটাইমের আগে ৩-১ এ এগিয়ে দেন।

বিরতির পর লাইপজিগ আক্রমণে ধার বাড়ালেও বিপজ্জনক হয়ে উঠতে পারেনি। বায়ার্ন সুযোগ তৈরি করতে থাকে এবং আরও দুটি গোল করে।

অলিসের বাঁকানো শট গোলবারের পাশ দিয়ে যায়। কেনের শক্তিশালী শট গোলকিপার পিটার গুলাকসি ঠেকিয়ে দেন। লেরয় সানেও মারেন গোলবারের পাশ দিয়ে। অবশ্য তার থ্রু বল ধরেই ৭৫ মিনিটে চতুর্থ গোল করেন আলফোনসো ডেভিস।

দুই মিনিট পর ডেভিস হেড করে পঞ্চম গোল করেন, কিমিখ দারুণ ক্রসে ভূমিকা রাখেন।

কালের আলো/ডিএইচ/কেএ