বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে, আকাশ মেঘাচ্ছন্ন
প্রকাশিতঃ 11:11 am | December 21, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পর থেকে দেশে শীতের প্রকোপ কমেছে। তাপমাত্রা বেড়েছে। এ অবস্থায় লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মেঘমালা উপকূল হয়ে দেশের মধ্যাঞ্চলে পৌঁছেছে। ফলে ঢাকাসহ দেশের উপকূলীয় অঞ্চল মেঘাচ্ছন্ন। এসব এলাকায় আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আজ ঢাকা, খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও বৃষ্টি থাকতে পারে। তবে ঢাকায় বৃষ্টি হলেও সেটি হবে হালকা। উপকূলে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এদিকে সাগরে লঘুচাপের ফলে দেশের সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
কালের আলো/ডিএইচ/কেএ