পুলিশের মনোবল ও কর্মস্পৃহা ফেরানোর চ্যালেঞ্জে নতুন আইজিপি

প্রকাশিতঃ 10:24 pm | December 21, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

ছাত্র-জনতার আন্দোলন দমনে নির্মমতা ও নিষ্ঠুরতা দেখিয়ে জনরোষের মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। এ সময়টিতে আত্মগোপনে চলে যান বাহিনীটির শীর্ষ কর্মকর্তারা। দেশের শত শত থানায় ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এরপর সেনাবাহিনীর সহযোগিতায় দেশের থানাগুলোতে কার্যক্রম শুরু হয়। কাজে ফিরতে শুরু করেন পুলিশ সদস্যরা। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণের পর দ্বিতীয় দফায় পুলিশপ্রধান বদল হয়। আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে এসেছে নতুন মুখ। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেশিরভাগ কর্মকর্তাকেই অবসর দেওয়া হয়। পুলিশের হারানো মনোবল ফিরিয়ে আনার বড় এক চ্যালেঞ্জ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম। দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই নিজ বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা ও কর্মস্পৃহা ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি সবার সহযোগিতায় পুলিশ হবে জনতার এই প্রত্যয়ে বাহিনীটিকে পূর্ণোদ্যমে ঘুরে দাঁড় করানোর সংকল্প নিয়েছেন।

‘কোন নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়’- গত শনিবার (২৩ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় মাঠ পর্যায়ের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রথমেই এমন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ পুলিশের এই ৩৩তম আইজিপি। তিনি ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করার নির্দেশ দিয়ে সেদিন বলেন, ‘নিরীহ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ ওই মতবিনিময় সভায় তিনি পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে বিশেষ গুরুত্বারোপ করেন। মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের ফোর্সের সঙ্গে নিয়মিত মতবিনিময় করতে দিকনির্দেশনা প্রদান করেন। যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ধৈর্য্যের সঙ্গে মোকাবিলা করার পরামর্শ দেন।

জানা যায়, ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে যাওয়ার আগে বাহারুল আলম এসবি প্রধান ছিলেন। পুলিশের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস তাঁর ওপর আস্থা রাখেন। তাকে চলতি বছরের ২০ নভেম্বর পুলিশ মহাপরিদর্শক আইজিপি পদে দু’বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পুলিশপ্রধান হিসেবে অভিষিক্ত হওয়ার পরপরই নিজ বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি গুরুত্বপূর্ণ কয়েকটি বার্তা দিয়েছেন বাহারুল আলম। তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমান পুলিশ প্রশাসন নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবে। কেউ অসৎ পথ বেছে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনি সেবা প্রত্যাশী জনগণের সঙ্গে বিনয়ী আচরণ করতে ও আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে বলেছেন।

অপরাধ দমনে ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ। তিনি পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশের কার্যক্রম জোরদার করার প্রয়াস নিয়েছেন। অনুরোধ জানিয়েছেন পুলিশের ওপর আস্থা রাখার। যেকোনভাবেই হোক আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই তিনি পুলিশকে ঢেলে সাজাতে চান। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখছেন। জনগণের সঙ্গে একাত্ম হতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের জনসংযোগ বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।

মানবিক ঔদার্যের বিরল দৃষ্টান্ত, সবিনয়ে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা
গত বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) নিজের প্রথম সংবাদ সম্মেলনেও মানবিক ঔদার্যের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন আইজিপি বাহারুল আলম। তিনি ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেকের পরিবারের কাছে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। বাংলাদেশ পুলিশের ইতিহাসে তিনিই সর্বপ্রথম আইজিপি যিনি নিজেদের ভুলের জন্য সরাসরি ও প্রকাশ্যে এমন ক্ষমা চেয়েছেন। ৫ আগস্টের পর বাংলাদেশ পুলিশ এক বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে জানিয়ে তিনি আরও বলেছিলেন, ‘দেশবাসীর প্রত্যাশা ও সহযোগিতায় এবং সরকারের সহযোগিতায় ধীরে ধীরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে চেষ্টা করছি। দেশের জনগণের সমর্থন ও সহায়তা ছাড়া বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ দুরূহ।’ এ বিষয়ে তিনি সবিনয়ে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। অন্তর্বর্তী সরকারের পুলিশ সংস্কারে উদ্যোগ গ্রহণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করলে এই বাহিনী প্রকৃত অর্থেই জনবান্ধব হয়ে উঠবে বলে বিশ্বাস করি।’

পুলিশ ফোর্সকে জাগিয়ে তোলা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
আইজিপি’র গুরুদায়িত্বে অধিষ্ঠিত হওয়ার এক মাসের মাথায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে স্বশরীরে মিলিত হয়েছেন বাহারুল আলম। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন হেডকোয়ার্টার্সের কনফারেন্স হলে সিলেট বিভাগের সকল ইউনিটের কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি পুলিশ বাহিনীকে জাগিয়ে তোলার সবচেয়ে বড় চ্যালেঞ্জের কথা জানিয়েছেন। পুলিশ মহাপরিদর্শক বলেছেন, ‘বর্তমানে পুলিশ মনভাঙা অবস্থায় আছে; ভয়ে আতঙ্কে তাদের মন ভেঙে গেছে। গণঅভ্যুত্থানে সিনিয়র পুলিশ সদ্যরা জুনিয়রদের হুকুম দিয়ে তাদেরকে অনিরাপদ রেখে পালিয়ে গেছে। পুলিশ ফোর্সকে জাগিয়ে তোলা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

তিনি বলেছেন, ‘বিগত সময়ে পুলিশ দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে, এ জন্য আমরা লজ্জিত। বিপ্লব পরবর্তী সময়ে পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাও আরেকটি চ্যালেঞ্জ।’ জুলাই বিপ্লবে পরিবর্তিত পরিবেশে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছে বলেও মনে করেন আইজিপি। তিনি বলেন, ‘নিরীহ যাদের আসামী করা হয়েছে তাদের গ্রেফতার করা হবে না। হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে।’

গত ১৯ জুলাই পুলিশের গুলিতে সাংবাদিক তুরাব নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বাহারুল আলম বলেন, ‘তুরাব হত্যা মামলায় পুলিশ কমিশনার গুরুত্ব সহকারে কাজ করে যাবেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে আমাদেরই গুলিতে মারা গেছেন। তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। আমাদের ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই।’ এ সময় তুরাব হত্যাকান্ডের বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে অনুরোধ করেন আইজিপি।

গত ৫ আগস্টের পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, হুমকি ও চাঁদাবাজির বিষয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ পুলিশের এই সর্বোচ্চ কর্মকর্তা বলেন, ‘আপনাদের কাছে কেউ চাঁদা চাইতে এলে কাউকে চাঁদা দিবেন না, ভয়ও পাবেন না। আমরা সকল সময়ই ব্যবসায়ীদের সঙ্গে আছি। ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেই পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে।’

সাম্প্রতিককালে মব জাস্টিসের প্রবণতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘এখন আসামিকে আদালতে তোলা হলেই উৎসুক জনতার ভিড়ে কিছু স্বার্থান্বেষী লোক তাদের উপর হামলা করছেন। এসময় আসামীকে বাঁচাতে গিয়ে পুলিশও আহত হচ্ছেন। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যে অপরাধ করবে বিজ্ঞ আদালত তার বিচারের ব্যবস্থা করবেন।’

পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা কমিশনে সুনির্দিষ্ট কিছু বিষয় সুপারিশ করেছি। বিশেষ করে বেশিরভাগ পুলিশ সদস্যকে ওভারটাইম কাজ করতে হচ্ছে। এটার জন্য তারা কোনো ভাতা পান না। এই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি তাদের কর্মস্পৃহা ফিরিয়ে আনতে আমরা তাদের সমস্যা সমাধাণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এর আগে গত ১ ডিসেম্বর বর্তমান পুলিশপ্রধান বাহারুল আলম একই সঙ্গে তিনি গণঅভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যান। তিনি আন্দোলনে অংশগ্রহণকারীদের বীরোচিত ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাদের অবদানের জন্যই জনগণ মুক্ত বাতাসে নি:শ্বাস নিচ্ছেন।

কালের আলো/এমএএএমকে