প্রশাসন ক্যাডারদের সঙ্গে বৈঠকে বসেছেন জনপ্রশাসন সচিব
প্রকাশিতঃ 2:49 pm | December 22, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তে সৃষ্ট সমস্যা সমাধানে প্রশাসন ক্যাডারদের সঙ্গে বৈঠকে বসেছেন জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় সচিবের নিজ দপ্তরে মিনি কনফারেন্স রুমে দপ্তরে অবস্থান নেওয়া কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করবেন বলে জানা গেছে।
এর আগে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে এই ক্যাডারের কর্মকর্তারা দল বেঁধে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার উল্লার নেতৃত্বে তাদের দাবি-দাওয়াগুলো সচিবের কাছে তুলে ধরবেন।
প্রশাসন ক্যাডারের বেশ কয়েকজন কর্মকর্তা বলেন, জনপ্রশাসনের সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এবং এই কমিশনের সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান রেগুলার সার্ভিসে থাকলে এ ধরনের সুপারিশ করতে যাওয়ার চিন্তাও করতেন না।
তারা প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিষয়গুলো আর ওন করছেন না। যার ফলে এমন সুপারিশ করতে যাচ্ছেন তারা।
তারা বলেন, উপসচিব থেকে শুরু করে সরকারের পদগুলোতে কীভাবে কর্মকর্তাদের পদায়ন হবে, এ বিষয়ে উচ্চ আদালতের রায় রয়েছে। ওই রায়ের কপি জনপ্রশাসন সচিবকে দেওয়া হবে।
এর আগে সকাল সাড়ে ১১টার পর থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ের তিন নম্বর ভবনের সামনে জড়ো হন। ঢাকার মধ্যে যেসব কর্মকর্তাদের অফিস, তাদের অনেকেই সচিবালয়ে এসেছেন। জনপ্রশাসন সচিবের কক্ষে ২০-২৫ জন কর্মকর্তা অবস্থান নিয়েছেন। অন্যরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অবস্থান করছেন।
জনপ্রশাসন সংস্কার কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী মঙ্গলবার দেশের সব অফিসে এক ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করবেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। এছাড়া আন্তক্যাডার বৈষম্য নিরসনে উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। অন্যদিকে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানো হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা।
বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্য সব ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়।
কালের আলো/ডিএইচ/কেএ