রেলের দুই প্রকল্পসহ একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
প্রকাশিতঃ 4:26 pm | December 23, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রেলের দুই প্রকল্পসহ ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯৭৪ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে এক হাজার ৬৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৩৩১ কোটি ৩২ লাখ টাকা।
এছাড়া সভায় মৌলভী বাজারে স্থাপিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি বাতিল করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এগুলো উপস্থাপন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশ রেলওয়েরপূর্বঞ্চলের ৩৪৬টি লেভেলে ক্রসিং গেইটে গেইটকিপার নিয়োগসহপ্রয়োজনীয় মান উন্নয়ন করা হবে। ট্রেনের ভ্রমন সময় কম করেসে । কশনাল ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ৩২৬টি লেভেল ক্রসিং গেইটে গেইটকিপার নিয়োগসহ প্রয়োজনীয় মান উন্নয়ন করা হবে। রেল লাইন ও সড়ক পথে যানবাহন চলাচলের সময় দূর্ঘটনা রোধ করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
একনেকে অনুমোদিত প্রকল্প গুলো হচ্ছে, চিলমারী এলাকায় (রমনা,জোড়গাছ, রাজিবপুর, রৌমারি এবং নয়াহাট) নদী বন্দর নির্মাণ প্রকল্প; আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্প; কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প; অর্থনৈতিকভাবে জীবনচক্র হারানো রাবার গাছ কর্তন, পুন:বাগান সৃজন ও রাবার প্রক্রিয়াকরণ আধুনিকায়ন প্রকল্প; ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য ৬০ এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন প্রসেস প্লান্ট সংগ্রহ ও স্থাপন প্রকল্প; রশিদপুর-১১ নং কূপ খনন প্রকল্প; ২ডি সাইসমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক ৭ এন্ড ৯ প্রকল্প; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৬০টি ডে-কেয়ার সেন্টার প্রকল্প; বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্প।
এছাড়া বৈঠকে পরিকল্পনা উপদেষ্টার অনুমোদন দেওয়া ৬টি প্রকল্প একনেকে অবগতির জন্য উপস্থাপন করা হয়েছে। সেগুলো হচ্ছে- মাদানী এভিনিউ হতে বালু নদী পর্যন্ত প্রশস্তকরণ এবং বালু নদী হতে শীতলক্ষ্যা নদী পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প; রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্প; নির্বাচিত ফসলের নন-হিউম্যান কনজাম্পশন এবং ফসলের ক্ষতি ও অপচয় নিরূপন জরিপ প্রকল্প; অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প; বাংলাদেশের প্রাণিকূলের রেড লিস্ট হালনাগাদকরণ প্রকল্প এবং চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিআইডিপি-৪) প্রকল্প।
কালের আলো/ডিএইচ/কেএ