চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ 4:30 pm | December 23, 2024
চাঁদপুর প্রতিনিধি, কালের আলো:
চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মরদেহ পাওয়া গেছে তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে ডাকাতের হামলায় তাদের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই জাহাজটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করা হচ্ছে।
এ বিষয়ে চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ওই ৫ জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
কালের আলো/এএমকে