এনসিএল মাতিয়ে বিপিএলে দল পেলেন মেহেদী রানা
প্রকাশিতঃ 6:01 pm | December 23, 2024
ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
বিপিএলে ২০১৯ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে আলো ছড়িয়েছিলেন মেহেদী হাসান রানা। পরবর্তীতে ইনজুরিতে পড়ে আড়ালে চলে যান। এমনকি শেষ দুই আসরে খেলতে পারেননি জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল)। তবে সদ্য সমাপ্ত আসরের শেষ সময়ে খেলার সুযোগ পান রানা।
এনসিএলে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে নয়, রানা খেলার সুযোগ পেয়েছেন খুলনা বিভাগের হয়ে। সবমিলিয়ে ২ ম্যাচে ১৯ উইকেট শিকার করেছেন তিনি। পরবর্তীতে এনসিএল টি-টোয়েন্টিতে ৬ ম্যাচে নেন ১২ উইকেট। এমন পারফরম্যান্স খুলে দেয় তার জন্য বিপিএলের দরজা।
আসন্ন বিপিএলের ড্রাফটে রানা ছিলেন অবিক্রিত। এনসিএলে ভালো পারফর্মম্যান্সের সুবাধে এবার বিপিএলের দল পেয়ে গেলেন রানা। এবারের আসরে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন এই পেসার। বিষয়টি নিজেই জানিয়েছেন রানা।
চলতি মাসের ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। তবে গেল মাস থেকেই আসন্ন আসরকে ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বিসিবি। সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবারের বিপিএলকে পরিচালনার কথা জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ।
এবারের আসরে উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরাসহ দেখা যাবে আধুনিকসব প্রযুক্তি। দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন। ইতোমধ্যে বিপিএলের মাসকট উন্মোচন হয়েছে। এছাড়া একাদশ বিপিএলের অনেক কিছুতেই স্মরণ করা হবে জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলনকে।
শহীদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনা মূল্যে পানির ব্যবস্থা। গ্যালারির একটি অংশে থাকবে ‘জিরো ওয়েস্ট জোন’।
দর্শকদের সুবিধার কথা চিন্তা করে থাকবে ই–টিকিটের ব্যবস্থাও। তাছাড়া প্রথমবারের মতো এই আসরে থাকবে থিম সং। আর আলাদা আলাদা শহরে থাকছে একাধিক উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্টের তিন আয়োজক শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ২৩, ২৫ ও ২৭ ডিসেম্বর হবে কনসার্ট।
কালের আলো/এএমকে