পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবছি: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

প্রকাশিতঃ 7:06 pm | December 23, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক এবং ফার্মগেটের শহীদ আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবছি।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকায় ২৫টি খাল শনাক্ত করা হয়েছে। এ ছাড়া পান্থকুঞ্জ পার্ক ও আনওয়ারা পার্ক নিয়ে আমরা নতুন করে ভাবছি।

আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, একটা সময় পানিতে মাছের তুলনায় মাইক্রোপ্লাস্টিকের পরিমাণই বেশি থাকবে। তাই উন্নয়নের কাঠামো পাল্টিয়ে পরিবেশের কথা বিবেচনা করে টেকসই উন্নয়নের নিয়ে ভাবার আহ্বান জানান উপদেষ্টা।

ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধের কথা উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, প্লাস্টিকের বোতল ও পলিথিনের ব্যবহারের কারণে খাবারে ও মায়ের দুধের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে। এ অবস্থায় চটের ব্যাগকে আমরা পলিথিনের ব্যাগের বিকল্প ভাবতে পারি।

কালের আলো/ডিএইচ/কেএ