সিরিয়ায় মার্কিন বিমান হামলায় দুই আইএস সদস্য নিহত

প্রকাশিতঃ 11:05 am | December 24, 2024

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে তারা। এতে দুই আইএস সদস্য নিহত এবং একজন আহত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিরিয়ার দেইর আজ জাওর প্রদেশে বিমান হামলার বিষয়টি নিশ্চিক করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেন্টকম জানিয়েছে, আইএস সদস্যরা অস্ত্রভর্তি একটি ট্রাক দেইর আজ জাওর প্রদেশে স্থানান্তর করছিল। ওই এলাকাটি আগে সিরিয়ার সরকার এবং রুশ বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। এ সময় তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

এর আগে সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছিলেন, আইএস সিরিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক থাকা ৮ হাজারের বেশি সদস্যকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। এ কারণে সিরিয়ায় মার্কিন হামলা বেড়েছে।

বর্তমানে সিরিয়ায় মার্কিন সেনার মোতায়নও বাড়ানো হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আসাদ সরকারের পতনের আগেই সিরিয়ায় প্রায় ৯০০ সেনা অবস্থান করছিল। পরে তাদের সঙ্গে আরও ১১০০ সেনাকে স্বল্প মেয়াদে মোতায়েন করা হয়েছে।

কালের আলো/ডিএইচ/কেএ