ইউজিসি এবার পিএইচডি স্কলারশিপ দেবে ৭৫ জনকে

প্রকাশিতঃ 5:14 pm | December 24, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ বছর পিএইচডির জন্য স্কলারশিপ দেবে ৭৫ জনকে। প্রতি বছর ৫০ জনকে দেওয়া হলেও এবার ২৫ জন বাড়িয়ে ৭৫ জন করা হয়। আগামী ৩১ ডিসেম্বরর মধ্যে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান জানানো হয়েছে।

ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ বলেন, ‘প্রতি বছর আমরা বিজ্ঞপ্তি দেই। এ বছরও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ বছর পিএইচডির জন্য স্কলারশিপ দেওয়া হচ্ছে ৭৫ জনকে। এর আগে, ৫০ জনকে দেওয়া হতো। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে।’

গত ২১ নভেম্বরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পিএইচডি স্কলারশিপ দেবে। এ জন্য সব পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধু স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এমন বিশ্ববিদ্যালয়), সরকারি কলেজ, এমপিও এবং মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এক বছরে সর্বাধিক ৭৫ জনকে এ ফেলোশিপ দেওয়া সুযোগ আছে।

এছাড়া ইউজিসি পিএইচডি ফেলোশিপ নীতিমালা, আবেদন ফরম ও তথ্য ছক ইউজিসির ওয়েবসাইট www.ugc.gov.bd-এ পাওয়া যাবে। ইউজিসির নির্দিষ্ট ছকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি এবং সফটকপি ই-মেইলে (director_research@ugc.gov.bd) আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক বরাবর পাঠানো জন্য অনুরোধ করা হয়।

কালের আলো/এমএএইচইউ