পেঁয়াজের কেজি ৩০ টাকা, সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

প্রকাশিতঃ 11:05 pm | December 25, 2024

পাবনা প্রতিনিধি, কালের আলো:

পাবনায় ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ ও ন্যায্যমূল্যের দাবিতে বিক্ষোভ করেছেন কৃষকরা। বুধবার বিকালে জেলার সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদন এলাকা সুজানগর উপজেলার কৃষকরা পাবনা-সুজানগর সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন। এ সময় কৃষকরা জানিয়েছেন, ৩০ টাকায় পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে তাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা এসে উপজেলা সদরে জমায়েত হন। এরপর পাবনা-সুজানগর সড়কে কিছু পেঁয়াজ ছিটিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কটিতে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক বিক্ষোভ শেষে বাড়ি ফিরে যান কৃষকরা।

কৃষকরা জানান, চলতি মৌসুমে অতিবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের রোপণ করা মুড়িকাটা পেঁয়াজ এক দফা নষ্ট হয়েছে। ফলে দ্বিতীয় দফায় বাড়তি মূল্যে বীজ কিনে রোপণ করতে হয়েছে। এতে চলতি মৌসুমে উৎপাদনে প্রায় দ্বিগুণ খরচ হয়েছে। বর্তমানে মাঠ থেকে মুড়িকাটা পেঁয়াজ বাজারে সরবরাহ করা হচ্ছে। ঠিক এই সময়ে সরকার ভারতসহ বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণে পেঁয়াজ আমদানি করছে। এতে বাজারে পেঁয়াজের বড় দরপতন হয়েছে। ফলে ৩০ কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে কৃষকদের।

কৃষকদের দাবি, এক সপ্তাহের ব্যবধানে উপজেলার পাইকারি বাজারে মুড়িকাটা পেঁয়াজের দাম প্রতি মণ এক থেকে দেড় হাজার টাকা কমে গেছে। দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ টাকা দরের প্রতি মণ পেঁয়াজ এখন এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। যার কেজি পড়ছে ৩০ টাকা। এতে উৎপাদন খরচ উঠছে না। অন্যদিকে বিরূপ আবহাওয়ার কারণে এবার উৎপাদন কম হয়েছে। এ অবস্থায় আমদানি বন্ধ না করা হলে ক্ষতির মুখে পড়বেন তারা। তাই অবিলম্বে পেঁয়াজ আমদানি বন্ধ ও ন্যায্যমূল্য দাবি করেছেন।

উপজেলার চরতারাপুর গ্রামের কৃষক ফিরোজ প্রামাণিক বলেন, প্রতি বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন করতে খরচ হয়েছে এক লাখ ২৫ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। আশা ছিল প্রতি বিঘায় ৫০ থেকে ৬০ মণ পেঁয়াজ হবে। বিরূপ আবহাওয়ার কারণে উৎপাদন ৪০ থেকে ৪৫ মণ হয়েছে। ফলে বর্তমানে বাজারে যে দামে বিক্রি হচ্ছে তাতে কৃষকের ৮০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত লোকসানের আশঙ্কা রয়েছে।

বাহিরচর গ্রামের কৃষক মো. রাব্বি হোসেন বলেন, এ বছর পেঁয়াজের কন্দ (বীজ) অতিরিক্ত দামে কিনতে হয়েছে। অতিবৃষ্টির কারণে আবার খেত নষ্ট হয়েছে। ফলে দ্বিতীয় দফা রোপণ করতে খরচ দ্বিগুণ হয়েছে। পাশাপাশি সার, কীটনাশকসহ বিভিন্ন উপকরণের দাম বেড়েছে। অথচ এই সময়ে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির কারণে আমরা দাম পাচ্ছি না। আমরা এই অবস্থার পরিবর্তন চাই।

সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল আলম বলেন, হঠাৎ বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে গেছে। এতে দাম কিছুটা কমেছে। এই দামে নিশ্চিতভাবেই কৃষকের লোকসান হচ্ছে। আমরা চাষিদের অল্প অল্প করে পেঁয়াজ বাজারে আনতে পরামর্শ দিয়েছি। পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কালের আলো/এএমকে