শীতার্ত মানুষের মাঝে উজ্জ্বল হাসির দ্যুতি ছড়ালো বিএনএফডব্লিউএ
প্রকাশিতঃ 1:46 am | December 26, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
হাড়কাঁপানো শীতে নাকাল দরিদ্র ও ছিন্নমূল মানুষ। কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন। বর্ণনাতীত দুর্ভোগে রয়েছেন গরিব, দু:স্থ ও অসহায়রা। অভাবী এসব মানুষের জন্য জরুরি প্রয়োজন শীতবস্ত্রের। অনেকের পক্ষে আলাদাভাবে শীতের কাপড় কেনা দুঃসাধ্য। জীবনযাত্রার এমন কষ্টকর মুহুর্তে সহানুভূতি, সহমর্মিতা ও উষ্ণতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ)।
বুধবার (২৫ ডিসেম্বর) গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার বালাশী ঘাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। এরই মাধ্যমে স্বকীয় আবহে বিএনএফডব্লিউএ রাঙিয়ে দিলো শীতার্ত ও দু:স্থ মানুষকে। ছড়িয়ে দিলো উজ্জ্বল হাসির দ্যুতি। মানবতার অনন্য আভায় উপস্থাপন করলো নিজেদের।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এদিন ব্রহ্মপুত্রের চর এলাকার বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরিব ও দু:স্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করে। এ সময় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা উপস্থিত সকল নারী-পুরুষের খোঁজ খবর নেন ও দারিদ্র্য পীড়িত জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
জানা যায়, শীতে নিঃস্বার্থভাবে বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করাই হচ্ছে মানবধর্ম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই সত্য প্রতিষ্ঠিত করতে বিবেক ও বাতিঘর হিসেবেই কাজ করে চলেছে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর পত্নী নাদিয়া সুলতানা এর নেতৃত্বাধীন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। অতীতের ধারাবাহিকতায় প্রতিটি দুর্যোগে-দুর্বিপাকে নানা কর্মযজ্ঞে মানবতার প্রোজ্জ্বল আভায় নিজেদের উপস্থাপন করেছেন তাঁরা। ফলত তাদের দায়িত্বশীলতার প্রশংসার আলাপচারিতা চলছে অসহায়ের মুখে মুখে।
কালের আলো/এমএএএমকে